মহালয়ার ৩৫ দিন পর দুর্গাপুজো, আসছে বছর পূজোতে হতে চলেছে এমনটাই

নিজস্ব প্রতিবেদন : এবছরের পূজো নিয়ে ইতিমধ্যেই আনন্দে মাতোয়ারা আপামর বাঙালির প্রাণ। আর তারই মাঝে আগামী বছরের পুজো নিয়ে চোখে পড়ল চমক। পূজো হবে মহালয়ার ৩৫ দিন পর। কেন এমনটা! এমনটাই উল্লেখ রয়েছে পঞ্জিকায়।

আগামী বছর মহালয়া রয়েছে ১৭ ই সেপ্টেম্বর আর মহাষষ্ঠী ২২ শে অক্টোবর, প্রায় ৩৫ দিনের পার্থক্য। যা সাধারণত থাকে ৬ দিনের। এমন ঘটনা ঘটেছিল এর আগে ১৯৮২ এবং ২০০১ সালে। কিন্তু কেন এমনটা?

বাংলা বর্ষ পঞ্জিকা মতে ২ থেকে ৩ বছর অন্তর অন্তর একটি করে অধিবাস হয়। আর এই অধিবাসে কোন তিথি পালন করা হয় না। একে বলা হয় মল মাস। অর্থাৎ একই চন্দ্র মাসে দুটি অমাবস্যা পড়লে এই মাসকে বলা হয় মল মাস। পঞ্জিকা মতে এই মাসকে অশুভ ধরা হয়। এই মল মাসে কোনরকম শুভ কাজ করা হয় না, আচার অনুষ্ঠান পালন করা হয় না। আগামী বছরের আশ্বিন মাস এরকমই একটি মল মাস পড়ায় দুর্গাপুজোর চলে যাচ্ছে বাংলা মাসের কার্তিকে।

অন্যদিকে ২০২০ সালের ১৭ই সেপ্টেম্বর আশ্বিন মাসের প্রথম দিন। পঞ্জিকা মতে সেই দিনটি পিতৃতর্পণের দিন। ঐদিন মহালায়া হওয়ার পর ৩৫ দিন দুর্গাপুজো।