ঐতিহাসিক রেল বাজেট, মিলল সর্বোচ্চ বরাদ্দ, আসছে এইসব পরিবর্তন

কেন্দ্রে মোদী সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালে হতে চলেছে লোকসভা ভোট। তার আগে আর পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পাবে না মোদী সরকার। তাদের এই শেষ বাজেটে তাই দেশের মধ্যবিত্তদের ভরসাযোগ্য যান রেলে বিপুল বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। রেলের জন্য নাকি এত বিপুল অর্থ কখনো বরাদ্দ হয় নি। এই কথা বলেন অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন।

বাজেট বক্তৃতা পেশ করার সময় রেল প্রসঙ্গে যদিও বেশি কিছু বলেননি নির্মলা। তবে তাঁর বাজেটের তথ্য থেকে জানা গিয়েছে রেল সংক্রান্ত অন্যান্য সকল পরিকল্পনা। সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী নির্মল রেলের জন্য যে যে পরিকল্পনা গুলি নিয়েছেন সেগুলি হলো – নতুন রেলপথ তৈরি করতে হবে, আরও রেলপথের বৈদ্যুতিকরণ করতে হবে, রেলস্টেশন এবং ট্রেনের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, রেলের পরিকাঠামো ও রেল সুরক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে, বন্দে ভারতের মত ট্রেন, বুলেট ট্রেন এবং হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন যাতে আরো বেশি চলাচল করতে পরে সেই বিষয়ে পরিকল্পনা করতে হবে।

অর্থমন্ত্রীর বার্ষিক বাজেটে রেলের জন্য বরাদ্দ হল ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। যা ভারতের ইতিহাসে প্রথম। শুধু তাই নয়, মোদী সরকার আসার পর প্রথম বাজেটে যে অর্থ বরাদ্দ হয়েছিল এই বার সেই অর্থ বৃদ্ধি পেলো প্রায় নয় গুন।

২০১৪ সাল পর্যন্ত রেলের বাজেট ছিল বছরে ৪৫ হাজার ৯৮০ কোটি টাকা। কিন্তু গত কয়েক বছরে রেলের বেশ কিছু প্রকল্প নিজের হাতে নিয়েছে কেন্দ্র। রেলকে দেশের জাতীয় আর্থিক উন্নতির প্রধান উৎস হিসাবে প্রতিষ্ঠা করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

ফলে আশা করা যেতেই পারে রেলের বরাদ্দ ব্যয় অনেকখানি বৃদ্ধি পাবে। আর সেই কারণেই এই বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। এই বাজেটে রেলের গুরুত্ব যে বাড়তে চলেছে তা অনেক আগেই অনুমান করেছিলেন অর্থনীতিবিদরা। আর বুধবার সেই অনুমানকে সত্যি প্রমাণ করে রেলের জন্য বিপুল অর্থ বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।