ব্যাঙ্কে KYC জমার ঝক্কির দিন শেষ, কেন্দ্রের নতুন নিয়মে মুখে হাসি গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদন : আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংক সবচেয়ে বড় ভূমিকা পালন করে। বর্তমানে দেশের অধিকাংশ মানুষ ব্যাংকের (Bank) আওতায় এসেছেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রেও নগদের ব্যবহার কমছে। এসবের দিকে তাকিয়ে ব্যাঙ্কের গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। তবে ব্যাংকের ক্ষেত্রে গ্রাহকদের KYC জমা করার ক্ষেত্রে এতদিন ঝক্কি বহন করতে হতো।

বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে গ্রাহকদের বারবার KYC জমা দেওয়ার জন্য ব্যাংকের তরফ থেকে জানানো হয়। এমনকি কেওয়াইসি জমা দেওয়ার পরও বহু ক্ষেত্রে দেখা যায় ফের কেওয়াইসির জন্য দাবি করে ব্যাংক। এইভাবে বারবার কেওয়াইসি দাবি করা গ্রাহকদের কাছে এক প্রকার হয়রানি হয়ে দাঁড়াতে দেখা যায়। এই ধরনের ঝক্কির দিন এবার শেষ বলেই জানালো কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার বাজেট পেশ করার সময় কেওয়াইসি প্রক্রিয়ায় সরলীকরণ আনা হচ্ছে তা স্পষ্ট করে দেন। কেওয়াইসি প্রক্রিয়ায় সরলীকরণ আনার জন্য তিনি জানান, গ্রাহকদের আর বছর বছর কেওয়াইসি জমা করতে হবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণায় রীতিমতো স্বস্তি ফিরেছে গ্রাহকদের মধ্যে।

বছর বছর কেওয়াইসি জমা করার ক্ষেত্রে গ্রাহকদের ব্যাংকের শাখায় গিয়ে ফর্ম ফিলাপ সহ বিভিন্ন নথি জমা দিতে হয়। এই সকল কাজ করা না হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার মেসেজ পেতে থাকেন গ্রাহকরা। সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হতে হয় বয়স্ক অথবা অসুস্থ মানুষদের।

যদিও এই কেওয়াইসি প্রক্রিয়ার ক্ষেত্রে কি রকম স্বরলিকরণ আনা হবে অথবা অন্য কোন বিকল্প পদ্ধতি আনা হবে তা স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি। তবে অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন যা জানিয়েছেন তাতে মনে করা হচ্ছে একবার কেওয়াইসি জমা দিলেই আর কেওয়াইসি জমা দিতে হবে না গ্রাহকদের।