রেকর্ড নয়, ছক্কা হাঁকিয়ে ফ্রিজ ভাঙলেন নিতিশ রানা

নিজস্ব প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরশুমে একের পর এক রেকর্ড ভাঙতে লক্ষ্য করা যাচ্ছে তারকাদের। তবে এবার এই সকল রেকর্ড বাদে ফ্রিজ ভাঙতে দেখা গেল নিতিশ রানাকে। কেকেআর তারকা নিতিশ রানা ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের ফ্রিজ ভাঙার পাশাপাশি ব্যক্তিগত এক মাইলস্টোনও টপকে যান।

হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতার এই ম্যাচে কলকাতার ইনিংসের ১২.১ ওভারে উমরান মালিকের ১৪৯.৬ কিলোমিটার গতির একটি বলকে কাট শটে চালাকির সঙ্গে থার্ডম্যান বাউন্ডারির দিকে পাঠিয়ে দেন রানা। সেই বল একেবারে লাইনের বাইরে ড্রপ খেয়ে সোজা লাগে হায়দ্রাবাদের ডাগআউটে থাকা ফ্রিজে। সঙ্গে সঙ্গে সেই ফ্রিজের কাঁচের দরজা ভেঙ্গে যায়।

এই ম্যাচে নিতিশ রানা পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩২ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি হাঁকান। তবে হাফ সেঞ্চুরি করার পর তার ইনিংস আর বেশিদূর এগোতে পারেনি। ৫৪ রানে শেষ হয় তার ইনিংস। নিতিশ রানা এই ইনিংসে ছিল মোট চারটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি। এদিনের এই অনবদ্য হাফ সেঞ্চুরির পর কেকেআরের জার্সিতে নিতিশ রানা ব্যক্তিগত ১৫০০ রানের মাইলস্টোন পার করলেন।

যদিও হায়দ্রাবাদের বিরুদ্ধে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পরাজিত হয়। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান তোলে। আর এই রান তাড়া করতে নেমে হায়দ্রাবাদ মাত্র ১৭.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। অর্থাৎ ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটের বিনিময়ে এদিনের এই ম্যাচে জয় হাসিল করে হায়দ্রাবাদ।

https://twitter.com/SlipDiving/status/1514985316733829120?t=D_uQjB4DetHwWI1MahS7Rg&s=19

হায়দ্রাবাদের এই ম্যাচে জয় হাসিল করার পথকে সুগম করে দেন ওপেনার জুটি রাহুল ত্রিপাঠী এবং মার্করাম। দুজনের ব্যাট থেকে যথাক্রমে হায়দ্রাবাদ উপহারস্বরূপ পায় ৭১ এবং ৬৮ রান। দুজনের ইনিংসই ছিল ঝড়ো ইনিংস। রাহুল ত্রিপাঠী ৩৭ বলে ৭১ রান করে আউট হন এবং মার্করাম ৩৬ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন।