চালু হল NJP-Darjeeling ভিস্তাডোম টয় ট্রেন, রইল সময়সূচী ও খরচ

নিজস্ব প্রতিবেদন : রেলের তরফ থেকে সুখবর দিয়ে পুজোর আগে সোমবার থেকে চালু হল ভিস্তাডোম টয় ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে জলপাইগুড়ি এই টয় ট্রেন চলবে। এই পরিষেবা শুরু হওয়ার ফলে পুজোর সময় যারা পাহাড় ঘুরতে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করে রেখেছেন তাদের সামনে বড় সুযোগ এই ভিস্তাডোম টয় ট্রেনে চড়ার।

ভিস্টাডোম এই টয় ট্রেন পরিষেবা চালু হওয়ার ফলে শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার সময় ট্রেনে চড়েই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, চা বাগান, তিস্তা নদী, মহানন্দা অভয়ারণ্য, পাহাড়ি ঝরনা ইত্যাদি। এর পাশাপাশি খাদ্য রসিকরা এই ট্রেনে যাতায়াত করার সময় নিজেদের পছন্দমত খাবার খেতে পারবেন। কারণ এর সঙ্গে রয়েছে রেস্তোরাঁ কোচ।

সম্পূর্ণ বাতানুকূল এই ভিস্তাডোম কোচে রয়েছে ১৫টি আসন। আরামদায়ক আসন থাকার পাশাপাশি রয়েছে বড় বড় কাঁচের জানলা। যার ফলে ট্রেনের সিটে বসেই অনায়াসে চারদিক দেখা যাবে। এছাড়াও এই ট্রেনে ৮ আসন যুক্ত আরও একটি বাতানুকূল কোচ রয়েছে, যেটিও একেবারে সাধারণ নয়। বড় বড় কাঁচের জানলার পাশাপাশি ছাদও কাঁচের।

এই ট্রেনটি প্রতি সপ্তাহের তিনদিন নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবে এবং সপ্তাহে তিন দিন দার্জিলিং থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে ছাড়বে শনিবার, সোমবার ও বুধবার এবং দার্জিলিং রেলস্টেশন থেকে ছাড়বে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে ট্রেনটি ছাড়বে সকাল ১০টায় এবং দার্জিলিং পৌঁছাবে ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে দার্জিলিং থেকে ছাড়বে সকাল ৯টা ১০ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ৪টে ৩৫ মিনিটে।

এই ট্রেনে সফর করার ক্ষেত্রে ভিস্তাডোম কোচে যে সকল যাত্রীরা যাতায়াত করবেন তাদের মাথাপিছু ভাড়া দিতে হবে ১৫০০ টাকা এবং যারা রেস্তোরাঁ কোচে যাতায়াত করবেন তাদের মাথাপিছু ভাড়া দিতে হবে ১৩০০ টাকা।