ভোট দিতে বুথে প্রবেশের জন্য যেসকল নিয়ম মানতে হবে ভোটারদের

নিজস্ব প্রতিবেদন : সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের মুহূর্তেই দেশ এবং রাজ্যে উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় নির্বাচন কমিশনের তরফ থেকে বিষয়টি নিয়ে কোনোরকম ঢিলেঢালা মনোভাব দেখানো হচ্ছে না। যে কারণে বুথে ঢুকে ভোট দেওয়ার সময় ভোটারদের যে সকল নিয়ম মানতে হবে তার সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করতে দেখা গেল নির্বাচন কমিশনকে।

নির্বাচন কমিশনের তরফ থেকে সোজাসাপ্টা জানিয়ে দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতিতে করোনা বিধি না মানা হলে বুথের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। বুথে ঢুকে ভোট দেওয়ার জন্য ভোটারদের আবশ্যিকভাবে পড়তে হবে মাস্ক এবং ডান হাতে থাকতে হবে গ্লাভস। আর এই সকল সর্তকতা ছাড়া যাতে ভোটাররা বুকের ভেতর লোককে ভোট দিতে না পারে তার জন্য বুথ কর্মীদের নিশ্চিত করতে বলা হয়েছে।

কিন্তু প্রশ্ন হল এই মাস্ক, গ্লাভস অথবা স্যানিটাইজারের ব্যবস্থা করবে কারা? নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বুথের বাইরে এই সকল প্রয়োজনীয় জিনিস রাখা হবে। ভোটারের বাঁ হাত খালি থাকবে, ভোট দেওয়ার পর সেই হাতের আঙ্গুলে কালি লাগানোর জন্য। আর ভোট দেওয়া হয়ে গেলে হাতের পড়ে থাকা গ্লাভস নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে ভোটারকে। অর্থাৎ বিহার ভোটের সময় যে বিধি লক্ষ্য করা গিয়েছিল সেই বৃদ্ধি কার্যকর থাকবে বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে।

[aaroporuntag]
এর পাশাপাশি সেই সকল ভোটারদেরও বুথে ঢুকতে দেওয়া হবে না যাদের শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রির বেশি থাকবে। তবে তাদের জন্য বিকাল বেলায় পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত ভোট দেওয়ার ব্যবস্থা করবে কমিশন। ওই সকল ভোটাররা ইচ্ছে করলে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তবে এর জন্য আগাম আবেদন করতে হবে। পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বিশেষভাবে সক্ষম মানুষেরাও।