পুজো মিটলেও কবে খুলবে স্কুল, বলতে পারলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে কেটে গেল দুর্গাপুজো। এরপর লক্ষ্মীপূজো, কালীপূজো, ভাইফোঁটা। তবে রাজ্য সরকারের তরফ থেকে পুজোর আগে বলা হয়েছিল, পরিস্থিতি অনুকূল থাকলে ভাইফোঁটার পরেই স্কুল খোলার পরিকল্পনা বাস্তবায়িত করা হবে। তবে শিক্ষা মন্ত্রী রবিবারে এই বিষয়ে জানালেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

স্কুল খোলার বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি বলে জানানোর পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এটাও জানিয়ে দেন, স্কুল খোলার বিষয়ে তিনি নন, বরং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।

পুজোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইফোঁটার পর স্কুল খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেইমতো রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুলঘর মেরামতি, পরিষ্কার করার কাজ শুরু হয়। কারণ মুখ্যমন্ত্রী খোদ জানিয়েছিলেন, পুজো শেষ হলে ভাইফোঁটার পর স্কুল খোলা হতে পারে। তবে পুজো মিটে যাওয়ার পর এই বিষয়ে নিশ্চয়তা দিতে পারলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই খুলে গেছে স্কুল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন স্কুল খোলার পরিপ্রেক্ষিতে বলেন, “করোনা পরিস্থিতির উপর পুরোটা নির্ভর করছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। কারণ তিনিই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সব থেকে ভালো জানেন। করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করেই স্কুল খোলা হবে।”

প্রসঙ্গত, দেশ তথা রাজ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছর অর্থাৎ ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে রাজ্যের স্কুল কলেজ। প্রথম ঢেউয়ের পর একবার অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুল খুললেও তার মাত্র কয়েক মাস চলতে না চলতেই দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে পুনরায় বন্ধ হয়ে যায়। এখন পুনরায় স্কুল খোলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের অধিকাংশ অভিভাবকরাই।