‘গুজরাতিরা বাংলা চালাবে, মানবো না’, অনুব্রত মণ্ডল

অমরনাথ দত্ত : বিজেপির শুধু ফেক খবর রটায়। অন্য রাজ্যের খবরকে পশ্চিমবঙ্গের খবর বলে চালানোর চেষ্টা করে। আর ওরা যত ফেক খবর রটাবে আমরা সব আটকে দেবো। বৃহস্পতিবার আহমেদপুরে তৃণমূলের কর্মী সভা থেকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বিজেপিকে ফেক দল বলে কটাক্ষ করলেন।

এদিন তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, “কদিন আগে দুর্গাপূজার সময় বিহারে পুলিশ লাঠিচার্জ করল। আর পশ্চিমবঙ্গের বিজেপিরা সেটা ফেসবুকে ছেড়ে দিয়ে বলল এই ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছে। বলা হল পুলিশ মেরেছে পশ্চিমবাংলায়। সেটা চেস করা হলো, অ্যারেস্ট করা হলো। উত্তরপ্রদেশের ঘটনা, বলছে পশ্চিমবাংলায় হচ্ছে। বিজেপি শুধু ফেক নিউজ দেখাচ্ছে। ইউপি, বাংলাদেশে হচ্ছে আর বিজেপি সেগুলিকে বলছে পশ্চিম বাংলায় হচ্ছে। আর এই ফেক নিউজের জন্য আমরা বলছি বিজেপি একটা চোর জোচ্চোর দল।”

পাশাপাশি তিনি এদিন বাঙালি এবং গুজরাতি প্রসঙ্গ টেনে বলেন, “পশ্চিমবঙ্গের মানুষের কি বুদ্ধি নাই। বাংলার মানুষকে যে চেনে না সে চেনে না। বাংলা স্বাধীনতা এনেছে। নেতাজি বোস, ক্ষুদিরাম বোস ইনারা স্বাধীনতা এনেছেন। এই ভারতবর্ষের স্বাধীনতা এনেছে বাঙালিরা। আমরা মানবো হিন্দিভাষীর কথা। আমাদের গুজরাতের হিন্দিভাষীদের কথা মানতে হবে? আমরা বাঙালি না, আমরা গুজরাতিদের কথা শুনবো? তারা শাসন করবে আমাদের বাংলা! দিলীপ ঘোষ তো কথায় কথায় বলছে গুজরাত বানিয়ে দেবো। তাহলে কি বাঙালিরা বোকা? আমাদের বাংলার মানুষ গুজরাতে যাবে? গুজরাত চালাবে বাংলা, মানবো না।”