ভিসা ছাড়াই বিশ্বের এই ৬০টি দেশ ঘুরতে পারবেন ভারতীয় নাগরিকরা

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি প্রকাশ করা হয়েছে Henley Passport Index রিপোর্ট। যেখানে দেখানো হয়েছে কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী। আসলে কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী তা বোঝা যায় ভিসা ছাড়াই সেই দেশের পাসপোর্ট ব্যবহার করে নাগরিকরা বিশ্বের কতগুলি দেশ ঘুরতে পারেন।

এই তালিকায় সবার প্রথমে রয়েছে জাপান। জাপানের নাগরিকরা কেবলমাত্র তাদের দেশের পাসপোর্ট ব্যবহার করে কোনরকম ভিসা ছাড়াই বিশ্বের ১৩৭টি দেশ ঘুরতে পারবেন। এই তালিকায় ভারতের নাম রয়েছে ৮৭ নম্বরে। এত পিছনে থাকার পরিপ্রেক্ষিতে মনে করা হতে পারে যে ভারতীয় নাগরিকরা ভিসা ছাড়া বিশ্বের কোন দেশ ঘুরতে পারবেন না।

কিন্তু তা নয়। সম্প্রতি প্রকাশ করা এই তালিকায় ভারত ৮৭ নম্বরে থাকলেও ভারতীয় নাগরিকরা বিশ্বের অন্ততপক্ষে ৬০টি দেশ বিনা ভিসায় ঘুরতে পারেন। এই সকল দেশ ঘোরার জন্য ভারতীয় নাগরিকদের কেবলমাত্র প্রয়োজন হয় ভারতের পাসপোর্ট।

ভিসা ছাড়া কেবলমাত্র ভারতের পাসপোর্ট ব্যবহার করে ভারতীয় নাগরিকরা যে সকল দেশ ঘুরতে পারবেন সেই সকল দেশগুলি হল কুক দ্বীপপুঞ্জ, ফিজি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নিউ, পালাউ দ্বীপপুঞ্জ, সামোয়া, টুভালু, ভানুয়াতু, ইরান, জর্ডন, ওমান, কাতার, আলবেনিয়া, সার্বিয়া, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস এবং নেভিস।

এছাড়াও রয়েছে সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, ত্রিনিদাদ ও টোবাগো, ভুটান, কাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, ম্যাকাও (এসএআর চীন), মালদ্বীপ, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, বলিভিয়া, এল সালভাদর, বতসোয়ানা, বুরুন্ডি, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরো দ্বীপপুঞ্জ, ইথিওপিয়া, গ্যাবন, ​​গিনি-বিসাউ, মাদাগাস্কার, মরিতানিয়া, মরিশাস, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তানজানিয়া, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, জিম্বাবোয়ে।