লাগবে না Jio সিম, DTH, চলবে Tv, যুগান্তকারী আবিষ্কার জিওর

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম (Telecom) বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে Jio। 4G থেকে 5G পরিষেবা ছাড়াও বিভিন্ন দিক দিয়েও এই টেলিকম সংস্থার ভূমিকা অনবদ্য। এই টেলিকম সংস্থা মানুষকে স্মার্টফোনেই বিনোদনের রসদ দিয়েছে। এরই মধ্যে এবার এই টেলিকম সংস্থার তরফ থেকে নতুন একটি ডিভাইস লঞ্চ করার ঘোষণা করা হলো।

জিওর তরফ থেকে নতুন যে ডিভাইস লঞ্চ করার ঘোষণা করা হয়েছে সেই ডিভাইসের মাধ্যমে অনায়াসে চালানো যাবে টিভি। এই ডিভাইসের মাধ্যমে টিভি চালানোর জন্য আলাদা করে কোন জিও সিম কার্ড অথবা ডিটিএইচ কানেকশন বা অন্য কোন মাধ্যমের প্রয়োজন হবে না। জিওর এই নতুন ডিভাইসের নাম হলো Jio Media Cable।

এই ধরনের ডিভাইস আসলে সাধারণ মিডিয়াস স্ট্রিমিং ডিভাইস। অন্যান্য বিভিন্ন সংস্থার এই ধরনের ডিভাইস থাকলেও জিওর এই মিডিয়া কেবল ডিভাইস কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ এই ছোট্ট ডিভাইস টিভিতে লাগিয়ে দিলেই সেই টিভি হয়ে উঠবে স্মার্ট এবং তাতে অনায়াসে দেখা যাবে খেলা থেকে শুরু করে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান।

এই ডিভাইস টিভির সঙ্গে সংযুক্ত হওয়ার পর গ্রাহকরা নিজেদের ইচ্ছেমতো খেলা, সিরিয়াল, সিনেমা ইত্যাদি দেখতে পারবেন। তবে এসব স্ট্রিমিং করার জন্য ইন্টারনেট থাকা প্রয়োজন। তাই ডেটা থাকলেই নিশ্চিন্তে টিভি দেখার আনন্দ উপভোগ করা যেতে পারে জিওর এই নতুন ডিভাইসের মাধ্যমে। এখন প্রশ্ন হল এই ডিভাইসের দাম কত?

জিও ২০১৯ সাল থেকে এই ডিভাইস নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মাধ্যমে তাদের তৈরি এই ডিভাইস নিয়ে বিভিন্ন সময় বিজ্ঞাপন থেকে শুরু করে আলোচনা লক্ষ্য করা গিয়েছে। তবে সংস্থার তরফ থেকে এই প্রথম এই ডিভাইস সম্পর্কে জানানো হলো। যদিও এই ডিভাইসের দাম কত হবে তা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি সংস্থার তরফ থেকে। তবে অনুমান করা হচ্ছে ডিভাইসটির দাম ২০০০ টাকার মধ্যেই রাখা হবে।