‘রাস্তা বন্ধ, বাড়িতে থাকুন’, সংক্রমণের ভয়ে পাড়ার রাস্তা বন্ধ করলো ক্লাব

লাল্টু : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। রাজ্য ও কেন্দ্রের তৎপরতায় কোন কোন জায়গায় চালানো হচ্ছে বিশেষ নজরদারি। সিল করা হচ্ছে জায়গা। এক জায়গার মানুষকে অন্য জায়গায় যেতে দেওয়া হচ্ছে না, বাজার ঘাট করতে হবে নিজের এলাকাতেই। তবে এই সকল প্রশাসনিক উদ্যোগকে ছাপিয়ে সংক্রমণের ভয়ে নিজেরাই নিজেদের পাড়ার রাস্তা বন্ধ করে দেওয়ার মত ঘটনাও ঘটলো।

ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডে। যেখানে বিবেকানন্দ ও টাউন সমিতি নামে দুই ক্লাব নিজেদের পাড়ার রাস্তা বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিল। রাস্তা বন্ধ করে বার্তা দেওয়া হল, ‘রাস্তা বন্ধ, বাড়িতে থাকুন’। কিন্তু হঠাৎ করে ওই দুই ক্লাবকে এমন সিদ্ধান্ত কেন নিতে হলো?

এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে রয়েছে বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত দিনের পর দিন বেড়ে চলা। ক্লাব কর্তাদের বক্তব্য, “লকডাউন শুরু হওয়ার পর থেকে বেশ কিছু মানুষ পুলিশের ভয়ে মূল রাস্তা দিয়ে যাতায়াত করা ছেড়ে দিয়েছেন। এখন তারা অলিগলি রাস্তা দিয়ে এখানে ওখানে যাতায়াত করছেন। যে কারণে তাদের এলাকায় দিনের পর দিন বাড়ছে সংক্রমণের ভয়। যে কারণে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।”

ক্লাব কর্তাদের আরও অভিযোগ, “পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে লকডাউন মেনে চলতে বলছেন সকলের ভালোর জন্যই। কিন্তু কিছু মানুষের দাবি ‘ও কিছুই হবেনা’। তারা নিশ্চিন্তে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন সরকারি নির্দেশেকাকে তোয়াক্কা না করে। তাই আমরা কেবল পাড়ার লোকেদের হেঁটে যাতায়াত করার মত বন্দোবস্ত রেখে বাকি রাস্তা বন্ধ করে দিয়েছি।”

তবেই পাড়ার বা গ্রামের রাস্তা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা এই প্রথম নয়। সংক্রমণের ভয়ে রাজ্যের, জেলার বিভিন্ন জায়গায় এর আগেও গ্রাম অথবা শহরবাসীরা নিজেরাই রাস্তা বন্ধ বা সিল করে দিয়েছেন, যাতে করে যেকোনো ভাবে সংক্রমণ থেকে বাঁচা যায়। আর প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে ওই সকল মানুষগুলির সচেতনতাকে কুর্নিশ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা।