পেঁয়াজ নেই সুফল বাংলায়, দুর্ভোগে গ্রাহকরা

হিমাদ্রি মন্ডল : দিনের পর দিন খোলা বাজারে পেঁয়াজের দাম চড়া হচ্ছে। সাধারণ মধ্যবিত্ত মানুষদের হেঁসেল থেকে একপ্রকার বাদই গিয়েছে নিত্যপ্রয়োজনীয় পেঁয়াজ। খোলাবাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে। এমত অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন সরকারি বাজার সুফল বাংলা ও রেশনের দোকানে ৫৯ টাকা কেজি দরে মিলবে পেঁয়াজ। কিন্তু বিগত দুই থেকে তিন দিন ধরে সিউড়ির এসপি মোড়ে অবস্থিত সরকারি বাজার সুফল বাংলায় পেঁয়াজের দেখা মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের। বাজারে এসে ঘুরে যেতে হচ্ছে তাদের, হচ্ছে ভোগান্তি।

সুফল বাজারে পেঁয়াজ কিনতে আসা এক গ্রাহকের অভিযোগ, তিন দিন ধরে বাজারে এসে ঘুরে যাচ্ছি, কিন্তু পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্বেও মিলছেনা পেঁয়াজ। আজও বাজারে পেঁয়াজ আসার কথা ছিল, কিন্তু এসে দেখি পেঁয়াজ নেই।

গত তিনদিন ধরে সিউড়ি সরকারি বাজার সুফল বাজারে পেঁয়াজ মজুদ না থাকায় বাজারের কর্মচারীদের পক্ষ থেকে ‘পেঁয়াজ বিক্রয় বন্ধ আছে’ বলে একটি নোটিশ দেওয়া হয়েছে।