‘আমরা মিষ্টি খাবো না, খাবো না মিষ্টি আমরা?’, সায়নীর অসুস্থ মায়ের ভিডিও ঘিরে কটাক্ষ

নিজস্ব প্রতিবেদন : যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষের মা অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। আর এই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সায়নী ঘোষ একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে তার এই ছোট্ট ভিডিও ভিড়ে শুরু হয়েছে নেটিজেনদের কটাক্ষ।

রবিবার সকালে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ নিজের ফেসবুক ওয়ালে তার মায়ের সঙ্গে একটি কথাবার্তার ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি লেখেন, “আমরা মিষ্টি খাবো না, খাবো না মিষ্টি আমরা? পুনশ্চ : আপনি সত্যি খুব কিউট!!” আসলে এই ভিডিওতে দেখা যায় সায়নী ঘোষের মাকে বলতে, “আর খাবো না। নিজের ক্ষতি আর করবো না।” এই কথা শুনে সায়নী ঘোষ তার মাকে জিজ্ঞাসা করেন, “মিষ্টি খাবে না তুমি?” তাতে তৃণমূল নেত্রীর মাথা নেড়ে জানান ‘না’।

ভিডিওতে আরও লক্ষ্য করা যায় সায়নী ঘোষ তার মাকে বলছেন, “বাসি খাবার খাওয়া যাবে না। ডাক্তার বলেছেন যে একদিনের বাসি খাবার মানেও বিষ।” এই উত্তরে তৃণমূল নেত্রীর মা বলেন, “না, আর খাবো না। আর রাখবো না। দরকার হলে ফেলে দেব। আমি তো প্রচুর মিষ্টি খাই। চায়ে চিনি খাওয়াও বন্ধ হয়ে গেল। আমি চেষ্টা করব যতটা পারি।”

বাধ্য মেয়ের মত মায়ের মুখ থেকে এই কথা শুনে অবশ্য সায়নী ঘোষ বলেন, “মাঝে মধ্যে একটু-আধটু খেতে পারো। কিন্তু রাতে উঠে-উঠে ওই মিষ্টি খাওয়া (চলবে না)।” মেয়ের কড়া কথা শুনে তিনি বলেন, “না, না, আর নয়।”

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করার পর সায়নী ঘোষের অজস্র অনুগামী তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তবে এরই মাঝে বেশ কয়েকজনের থেকে ছুটে এসেছে কটাক্ষও। একজন বলেছেন, ‘টিআরপির লোভে নিজের অসুস্থ মাকেও দেখাতে ছাড়ছেন না।’ তবে কটাক্ষ এলেও অধিকাংশ মানুষই তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন।