MNP Rules Changed: শুধু রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি নয়, বদলে গেল পোর্টের নিয়মও! এবার MNP হবে আরও কঠিন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই চারদিকে শুধু একটি আলোচনা আর সেই আলোচনা হল মোবাইল খরচ। মোবাইল খরচ এমন আলোচনায় উঠে আসার পেছনে রয়েছে দেশের জনপ্রিয় তিন টেলিকম সংস্থার ট্যারিফ প্ল্যান বদলে ফেলা। জিও, এয়ারটেল এবং ভিআই তিন টেলিকম সংস্থায় গত ৩ ও ৪ জুলাই থেকে নিজেদের ট্যারিফ প্ল্যানে বদল এনেছে।

জিও, এয়ারটেল এবং ভিআই তিন টেলিকম সংস্থা নিজেদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার ফলে গ্রাহকদের মোবাইল খরচ বেড়েছে ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ। তবে শুধু মোবাইল খরচ বৃদ্ধি পেয়েছে এমন নয়, এর পাশাপাশি জুলাই মাস থেকে বদলে গিয়েছে সিম কার্ডের বেশ কিছু নিয়মেও। বিশেষ করে এমএনপি অর্থাৎ সিম কার্ড পোর্ট করার নিয়মে (MNP Rules Changed) বড় বদল এসেছে।

সিমকার্ড ব্যবহার করার ক্ষেত্রে এই সকল নিয়মে পরিবর্তন আনা হয়েছে মূলত সিম কার্ড নিয়ে নানান ধরনের জালিয়াতি আটকানোর জন্য। বিভিন্ন সময় দেখা গিয়েছে সিমকার্ড জালিয়াতির পরিপ্রেক্ষিতে বহু মানুষের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের এইরকম প্রতারণার মত ঘটনাও ঘটেছে। আর এসবের পরিপ্রেক্ষিতেই এবার জারি হয়েছে টেলিকম অ্যাক্ট ২০২৩। আর এসবের পরিপ্রেক্ষিতে মোবাইল রিচার্জের খরচ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বদলে গিয়েছে সিম কার্ডের বিভিন্ন নিয়ম।

আরও পড়ুন 👉 Cheapest Mobile Data Countries: বিশ্বের কোন দেশে ইন্টারনেট খরচ সবচেয়ে কম, তালিকায় কত নম্বরে ভারত?

আগে যেখানে একজন গ্রাহক একাধিক সিম কার্ড নিজেদের নামে কিনতে পারতেন, সেই জায়গায় এখন সংখ্যার ক্ষেত্রে লাগাম টানা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন ৯টির বেশি সিম কার্ড কোন গ্রাহক নিজেদের নামে নিতে পারবেন না। নির্দিষ্ট করে দেওয়া ওই সংখ্যার থেকে বেশি সিম কার্ড থাকলে ওই ব্যক্তি নানান সমস্যার সম্মুখীন মুখোমুখি হতে পারেন। এত কেবলমাত্র নিজেদের নামে সিম কার্ড রাখার নিয়মে বদল।

এবার দেখে নেওয়া যাক এমএনপি অর্থাৎ মোবাইল নম্বর পোর্টের ক্ষেত্রে কি বদল আনা হয়েছে? এমনিতে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী সিমকার্ড চুরি অথবা খারাপ হয়ে গেলে নিকটবর্তী দোকান বা কেয়ার সেন্টার থেকে সিম কার্ড বদল করে নেওয়া যায়। প্রতারণা ঠেকাতে এই ধরনের সিম সোয়াপ করার পর সঙ্গে সঙ্গে গ্রাহকরা আর নিজেদের নম্বর পোর্ট করতে পারবেন না। এবার নিজেদের নম্বর পোর্ট করতে হলে গ্রাহকদের অন্ততপক্ষে ৭ দিন অপেক্ষা করতে হবে।