LIC পলিসির সঙ্গে করাতে হবে PAN কার্ড লিঙ্ক, রইলো সহজ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রায় প্রতিটি নাগরিকদের রয়েছে LIC-র পলিসি। শহরাঞ্চল বাদ দিয়েও এই LIC-র বিস্তার গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি। আর এবার নতুন নিয়ম অনুসারে LIC-র পলিসি রয়েছে এমন গ্রাহকদের তাদের পলিসির সঙ্গে করাতে হবে প্যান কার্ড লিঙ্ক। LIC-র পলিসির সঙ্গে এই প্যান কার্ড লিঙ্ক করা যাবে খুব সহজে।

LIC-র পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোর জন্য পলিসি রয়েছে এমন গ্রাহকদের যেতে হবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট https://licindia.in/Home/Online-PAN-Registration -এ। সেখানে ‘PROCEED’ নামে একটি অপশন লক্ষ্য করা যাবে। লিঙ্ক করানোর জন্য গ্রাহকদের ওই অপশনে ক্লিক করতে হবে।

‘PROCEED’ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে খুলে যাবে একটি নতুন পেজ। যেখানে গ্রাহকদের প্রথমেই দিতে হবে নিজেদের প্যান কার্ডে থাকা জন্ম তারিখ সংক্রান্ত নথি। তারপর বেছে নিতে হবে লিঙ্গ। এরপর দিতে হবে নিজের ইমেইল আইডি, প্যান নম্বর এবং প্যান কার্ডে থাকা নাম।

ঠিক তার নিচে থাকা অপশনে দিতে হবে নিজের মোবাইল নম্বর এবং পরের অপশনে দিতে হবে এলআইসির পলিসি নম্বর। এরপর থাকা শর্তে টিক দিয়ে ওয়েবসাইটে থাকা ক্যাপচা কোড দিতে হবে নির্দিষ্ট জায়গায়। এরপর ‘Get OTP’ অপশনে ক্লিক করতে হবে এবং আপনার দেওয়া মোবাইল নম্বরে আসবে একটি ওটিপি। সেগুলি নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট করে দিলেই ‘Request for PAN Registration received’ দেখা যাবে। এরপর আপনার দেওয়া তথ্য যাচাই করে আপনার এলআইসি পলিসির সঙ্গে প্যান লিঙ্ক করে দেবে সংস্থা।

ভারতের সবচেয়ে জনপ্রিয় জীবন বীমা সংস্থা এলআইসির তরফ থেকে সম্প্রতি এই লিঙ্ক করানোর বিষয়টি গ্রাহকদের মেসেজ আকারে দিতে শুরু করেছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ‘PMLA নির্দেশিকা অনুযায়ী সেই সকল গ্রাহকদের তাদের এলআইসি পলিসির সঙ্গে প্যান লিঙ্ক করাতে হবে যারা ৫০,০০০ টাকার উপরে ক্যাশ জমা করে থাকেন।”