প্যারাসিটামল সহ ৮৪টি ওষুধের দাম পরিবর্তন, রইলো নতুন প্রাইস লিস্ট

নিজস্ব প্রতিবেদন : দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসা খরচ। অভিযোগ উঠছে বেশ কিছু দোকানদাররা বেশি দামে ওষুধ বিক্রি করছেন। এই বেশি দামে ওষুধ বিক্রি করা রুখতে এবার আসরে নামল ওষুধের দাম নিয়ন্ত্রণকারী সংস্থা National Pharmaceutical Pricing Authority। তাদের তরফ থেকে ৮৪টি ওষুধের দাম বেঁধে দেওয়া হয়েছে।

দাম নিয়ন্ত্রণকারী এই সংস্থার তরফ থেকে যে সকল ওষুধের দাম বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে প্যারাসিটামল সহ ডায়াবেটিস, মাথাযন্ত্রণা, হাই ব্লাড সুগারের মত ওষুধ। এই পরিবর্তনের ফলে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমানোর জন্য যে সকল ওষুধ ব্যবহার করা হয় তাদের দাম কম পড়বে।

দাম বেঁধে দেওয়ার পর প্যারাসিটামল ক্যাফিন ট্যাবলেটের দাম হয়েছে ২.৮৮ টাকা, Voglibose and (SR) Metformin Hydrochloride-এর প্রতি ট্যাবলেটের দাম রয়েছে ১০.৪৭ টাকা (GST-ছাড়া)। Clopidogrel ক্যাপসুলের দাম হয়েছে ১৩.৯১ টাকা। Cipla and Pure & Care Healthcare-এর Atorvastatin and Fenofibrate ট্যাবলেটের দাম হয়েছে ১৩.৮৭ টাকা।

এছাড়াও যে সকল ওষুধের দাম বেঁধে দেওয়া হয়েছে তার তালিকা

ওষুধের দাম নিয়ন্ত্রণকারী এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এবং বিক্রেতাদের কঠোরভাবে এই নিয়ম মেনে চলতে হবে। কোন ওষুধ বিক্রেতা যদি বেঁধে দেওয়া এই দামের তুলনায় ওষুধের দাম বেশি নিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ওষুধের দাম বেঁধে দেওয়ার পর জিএসটি আলাদা থাকবে বলেও জানানো হয়েছে। NPPA ওষুধ এবং ফর্মুলেশনের দাম নিয়ন্ত্রণ করে থাকে। কোন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ওষুধের দাম বেশি নিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে এই সংস্থা।