নিজস্ব প্রতিবেদন : টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেই তা নিয়ে শুরু হচ্ছে ট্রোলড। ট্রোলড হওয়ার সেই ধারাবাহিকতা বজায় থাকলো বিজয়া দশমীতেও। একটি ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে নতুন করে ট্রোলড হতে দেখা যায় তাকে। ভিডিও পোস্ট করতেই নেটিজেনরা উঠেপড়ে লাগেন তাকে কটাক্ষ করার জন্য।
বিজয়া দশমীর দিন যেমন প্রত্যেকই পোস্ট করেন ‘আসছে বছর আবার হবে’, ঠিক সেই ভাবেই এই অভিনেত্রী সাংসদ একটি ভিডিও তার ইনস্টাগ্রামে আপলোড করেন। যেখানে ক্যাপশনে লেখেন ‘আসছে বছর আবার হবে’। আর এই ক্যাপশন দেখেই নেট দুনিয়ায় শুরু হয় ব্যঙ্গ। শুধু ব্যঙ্গ নয়, পাশাপাশি চরমপন্থীরা তাকে আক্রমণ করতেও ছাড়েননি।
বিজয়াতে নুসরত জাহান যে ভিডিওটি তার ইনস্টাগ্রামে আপলোড করেছেন তাতে দেখা যাচ্ছে, পরনে লাল শাড়ির সঙ্গে খোঁপায় বেল ফুলের মালা, গায়ে সোনালী অলংকার। কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর। এই ভিডিও পোস্ট করার সঙ্গে তাকে দেখতে দেখা যায়, ‘আসছে বছর আবার হবে’।
এই ভিডিও পোস্ট হওয়ার পর শুরু হয় নেটিজেনদের ব্যঙ্গ। এখানে বেশ কয়েকজন নেটিজেনকে লিখতে দেখা যায়, ‘আসছে বছর আবার বিয়ে হবে!’ আবার কেউ কেউ লিখেছেন, ‘নুসরত আবার সিঁদুর পরেছেন!’ কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘কার নামে সিঁদুর পড়েছো?’ যদিও এসব ব্যঙ্গ নিয়ে কোনোরকম মুখ খোলেননি এই অভিনেত্রী সাংসদ।
অন্যদিকে এই ভিডিও পোস্ট করার পর আগের মতোই কট্টরপন্থীরাও তাকে ঘিরে ধরতে ছাড়েননি। কেউ কেউ তাকে ধর্ম নিয়ে টেনে নানান ধরনের প্রশ্ন করেছেন। তবে এর আগেও কোনদিন নুসরতকে এই সকল বিষয় নিয়ে পাত্তা দিতে দেখা যায়নি, আর এবারও কোনরকম পাত্তা দিলেন না।