‘লকডাউন না মানলে ইতালির থেকে খারাপ পরিস্থিতি হবে ভারতে’, প্রবাসী বাঙালি

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে করোনাভাইরাস ত্রাসের সৃষ্টি করেছেন তা বিশ্ববাসীদের অজানা নয়। তবে তা জেনেও মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আজকের দিনে বেশ কয়েকটি উন্নত সারির দেশকে তার খেসারত দিতে হচ্ছে। এমনটাই জানাচ্ছেন ইটালিতে বসবাসকারী এক প্রবাসী বাঙালি। ওই প্রবাসী বাঙালি পিঙ্কি সরকার বর্তমানে ইতালীতে রয়েছেন। রয়েছেন বললে ভুল হবে দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি ইতালির বাসিন্দা। পড়াশোনা সূত্রে ইতালিতে যাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন সেখান থেকে যাওয়ার। তারপর থেকেই সেখানে বসবাস। আর তিনি করোনাভাইরাস এই মুহূর্তে একটি ভিডিও তুলে ধরেছেন একটি ইউটিউব চ্যানেল ‘হঠাৎ যদি উঠল কথা’য়। যেখানে তিনি জানিয়েছেন, ‘ইতালির মত ভারতের মানুষও যদি লকডাউনকে উপেক্ষা করে তাহলে ইতালির বর্তমান অবস্থার থেকেও আরও বেশি ভয়াবহ হতে পারে ভারতের অবস্থা।” কিন্তু কেন? সে সম্পর্কেই তিনি তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

তিনি জানিয়েছেন, “প্রথম যখন এই ভাইরাসের সংক্রমণ চীনে হয় তখন আমরা ভেবেছিলাম চীন অনেক দূর। এখানে কিছু হবে না। তারপর আসতে আসতে ছড়াতে থাকে এই ভাইরাস। উত্তর ইতালিতে প্রথম একজনের শরীরে ধরা পড়ে এই ভাইরাসের সংক্রমণ। তখনও আমরা ভেবেছিলাম উত্তর ইতালি অনেক দূর, আমরা তো রয়েছি দক্ষিণ ইতালিতে। এখানে এই ভাইরাস আসতে পারবেনা।তারপর হঠাৎ করে একদিন ইতালি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি দেওয়ার। আর সেই ছুটির খবরে আমরা ঘটনাটিকে সিরিয়াস না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা, রেস্টুরেন্টে যাওয়া ইত্যাদি শুরু করে। ঠিক যেমন ভারতীয়রা এখন করছেন। আর তারপরেই এই ভাইরাস এমনভাবে সংক্রমিত হয় যে আজ যদি কেউ বাড়ি থেকে বের হয় তাহলে তার কি পরিনতি হবে তা বলে বোঝানো যাবে না।”

তিনি এরপরে জানান, “ইতালিতে এখন প্রতিদিন শয়ে শয়ে মানুষের মৃত্যু হচ্ছে। এমনকি সেই মৃতদেহ দাহ করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। সেনাবাহিনীরা সেই দেহ গাড়িতে করে নিয়ে গিয়ে একসাথে দাহ করছেন। আর ভারতীয়রা যদি এই বিষয়ে এখনই যদি সতর্ক না হোন তাহলে ইতালির থেকেও আরও বেশি ভয়াবহ আকার নেবে ভারতে। কারণ ইতালিতে লোক সংখ্যা মাত্র সাড়ে ৬ কোটি, আর ভারতের লোকসংখ্যাটা হল ১৩০ কোটি, কত গুণ বুঝতেই পারছেন। সুতরাং একবার ভাবুন পরিস্থিতি যদি এতোটুকু বিগড়ে যায় তাহলে কি হবে?”

ইতালির বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, “লকডাউন ঘোষণার পর ইতালি সরকার জানিয়েছিলেন বিকাল বেলায় এক দুজন রাস্তায় বেরোতে পারবেন। বাড়িতে পোষ্য থাকলে তাকে নিয়ে বিকাল বেলায় বাড়ির বাইরে বেরোনো যেতে পারে। কিন্তু তারপর পরিস্থিতি এমন বিগড়ে গেছে যে, বাইরে থেকে কোন জিনিস আনলে সেই জিনিসকে প্রথমে অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে বাড়ীর ভেতর ঢুকাতে হচ্ছে। বাইরে জুতো বাইরে, বাড়ির ভেতর ঢোকানো যাবে না।কারোর সাথে দেখা করা তো দূরের কথা ভুল করেও যদি কেউ দরজার বাইরে যায় তাহলে তাকে কম করে ভারতীয় মুদ্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হচ্ছে।”

এরপরেই তিনি ভারতীয়দের কাছে অনুরোধ করেন, “আমি চাই আপনারা সচেতন হোন, যাতে করে ইতালির মত অবস্থা যেন ভারতে না হয়। কারণ আমি ইতালিতে থাকলেও আমার বাবা-মা, বন্ধুবান্ধব, পরিবার-পরিজন ও আমার দীর্ঘদিনের প্রতিবেশীরা ভারতে রয়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব ইতালির মতো পরিস্থিতি যেন ভারতে না হয়। আপনারা সতর্ক সচেতনভাবে চলুন সরকারের কথা মেনে চলুন। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে।”