ম্যান মেড! ষড়যন্ত্র! করমণ্ডল ট্রেন দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্নের মাঝে উত্তর দিল রেল

নিজস্ব প্রতিবেদন : গত শুক্রবার হল ভারতীয় রেলের (Indian Railways) এক কালো দিন। ঐদিন দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express), যশবন্তপুর হাওড়া হামসফর এক্সপ্রেস (Yesvantpur Humsafar express) এবং একটি মাল গাড়ি। তিনটি ট্রেনের (Train Accident) এই দুর্ঘটনা ঘটে ওড়িশার বালেশ্বরে (Balasore)। ভয়ংকর এবং মর্মান্তিক এই রেল দুর্ঘটনা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে।

শুক্রবার এত বড় একটি রেল দুর্ঘটনার রেলের ব্যাপক তৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। উদ্ধার কার্যের পর ওই লাইনকে রবিবার ফের ট্রেন চলাচলের জন্য উপযোগী করা হয়েছে। তবে এরই মধ্যে সরকারিভাবে জানা গিয়েছে, ২৭৫ জন প্রাণ হারিয়েছেন এমন ভয়ঙ্কর দুর্ঘটনায়। এত সংখ্যক মানুষের মৃত্যুর পর এত বড় এই ট্রেন দুর্ঘটনা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দুর্ঘটনার কারণ চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ চিহ্নিত করার দাবি করার পরই প্রশ্ন উঠছে, এই দুর্ঘটনায় কোন মানুষের হাত নেই তো?

কেননা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এত বড় দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা গিয়েছে। যারা এমন ঘটনায় সঙ্গে জড়িত রয়েছেন তাদেরও চিহ্নিত করা গিয়েছে। এর পাশাপাশি তিনি জানান, কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্ট খুব শীঘ্রই প্রকাশ্যে নিয়ে আসা হবে। কি কারনে এমন দুর্ঘটনা ঘটলো তা খুব তাড়াতাড়ি সামনে আনা হবে।

অন্যদিকে এই রেল দুর্ঘটনার পিছনে কোন অসামাজিক শক্তি জড়িয়ে রয়েছে কিনা অথবা ষড়যন্ত্র জড়িয়ে রয়েছে কিনা তা নিয়ে রেলমন্ত্রীকে প্রশ্ন করা হয়। রেলমন্ত্রী সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে জানান, ‘CRS-এর তদন্ত রিপোর্ট সামনে না আসা পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করা উচিত নয়।’

অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা সামনে আনতে সংক্ষিপ্তভাবে রেলের তরফ থেকে জানানো হয়েছে, ১২৮৪১ আপ ট্রেনটি লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে সজোরে ধাক্কা মারে। ট্রেনের গতিবেগ ছিল যথেষ্ট। কারণ সেখানে কোথাও কোন স্টেশনে দাঁড়ানোর বিষয় ছিল না। যার পরিপ্রেক্ষিতেই ট্রেনটি একেবারে ফুল স্পিডে যাচ্ছিল।