মাধ্যমিক পাশেই রয়েছে চাকরির সুযোগ, সঙ্গে মোটা অঙ্কের বেতন

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে কাজের চাহিদা তুঙ্গে। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে এই চাহিদা আরও তুঙ্গে হয়েছে। কারণ দেশের কোটি কোটি যুবক-যুবতী এখন বেকার। এই পরিস্থিতিতে যখন কাজের চাহিদা তুঙ্গে তখন সুখবর দিল আদালত।

সম্প্রতি ঝাড়গ্রাম আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই আদালতে যে সকল শূন্যপদ রয়েছে সেই সকল শূন্যপদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ১০ জুনের মধ্যে আবেদন করতে হবে। মাধ্যমিক পাস পরীক্ষার্থীরাই সকল শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন।

স্টেনোগ্রাফার (গ্রুপ বি) : মাধ্যমিক পাস থাকার পাশাপাশি থাকতে হবে কম্পিউটারে অভিজ্ঞতা এবং সার্টিফিকেট। শর্টহ্যান্ডে টাইপিংয়ের গতি থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি) : মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে এই সকল শূন্যপদের জন্য। পাশাপাশি আবেদনকারীর থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট।

প্রসেস সার্ভার (গ্রুপ সি) : ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকলেই এই সকল শূন্য পদের জন্য আবেদন করা যাবে। তবে আবেদনকারীর থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট।

পিওন/নাইট গার্ড (গ্রুপ ডি) : অষ্টম শ্রেণী পাস থাকলেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন এই শূন্য পদে চাকরির জন্য। আবেদনকারীর কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে।

সুইপার (গ্রুপ ডি) : বাংলা এবং ইংরেজি লিখতে ও পড়তে পারার যোগ্যতা থাকতে হবে।

আবেদনকারীরা আরও বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন https://www.calcuttahighcourt.gov.in/ ওয়েবসাইটে।

আবেদনকারীদের নূন্যতম বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। এই সকল শূন্য পদে আবেদন করার জন্য শেষ দিন হল ১০ জুন। মোট শূন্যপদের সংখ্যা ৫৫।