‘ই-স্কুটার সবে শুরু, আগে আগে দেখো আতা হ্যাঁ ক্যায়া’, নতুন ঘোষণা Ola-র

নিজস্ব প্রতিবেদন : দিন দিন জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় ভারতের বাজারে অবিশ্বাস্যভাবে বাড়ছে ব্যাটারি চালিত যানবাহনের চাহিদা। জ্বালানির মূল্যবৃদ্ধি ছাড়াও পরিবেশ দূষণের কথা মাথায় রেখে এই ব্যাটারিচালিত যানবাহনকে বহুল ব্যবহারযোগ্য করে তোলা সরকারের কাছেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সকল চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন সংস্থা ব্যাটারি চালিত যানবাহন তৈরি করতে শুরু করেছে।

ঠিক তেমনি Ola নিয়ে এসেছে দুটি মডেলের ইলেকট্রিক স্কুটার। যে স্কুটার দুটি ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। লঞ্চ হওয়ার আগে নজর কেড়েছিল প্রি-বুকিংয়ে, আবার লঞ্চ হওয়ার পর নজর কেড়েছে ব্যবসায়। মাত্র দুদিনের মধ্যে এই সংস্থায় ১,১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

তাদের এই ইলেকট্রিক স্কুটার এত জনপ্রিয়তা পাওয়ার মূলে রয়েছে নতুন নতুন ফিচার, স্টাইলিশ লুক ইত্যাদি। এসবের মাঝেই যখন মাত্র দিন কয়েকের মধ্যে এত সংখ্যক ইলেকট্রিক স্কুটার বিক্রি করে নজির গড়েছে এই সংস্থা, তখন তারাই ঘোষণা করলো ‘ই-স্কুটার সবে শুরু, আগে দেখো আতা হ্যাঁ ক্যায়া’। অর্থাৎ এই ঘোষণায় তারা আরও নতুন কিছু আনতে চলেছে এমনটাই স্পষ্ট।

এই বিষয়ে সংস্থার তরফ থেকে জানা যাচ্ছে, তারা শুধু ইলেকট্রিক স্কুটারে আটকে থাকতে চাইছে না। সংস্থা আগামী দিনে ই-বাইক এবং ই-কার আনার ইচ্ছা প্রকাশ করেছে। এমনটাই ঘোষণা করেছেন এই সংস্থার সিইও ভাবিশ আগারওয়াল।

ভাবীশ আগরওয়াল জানিয়েছেন, “ফিউচার ফ্যাক্টরি নিয়ে এগিয়ে গিয়েছি আমরা। বিশ্বের সবচেয়ে বড় ‘2W’ কারখানায় তৈরি হচ্ছে আমাদের ওলা এস ১ স্কুটারগুলি। এখন পর্যন্ত এই ক্যাটাগরিতে তৈরি এটাই সেরা স্কুটার। আগামী ত্রৈমাসিকে আমরা আমাদের পরিসরকে আরও বাড়াব। স্কুটারের পাশাপাশি বাইক এবং গাড়ির উৎপাদনও শুরু করবো।”

ভাবিশ আগরওয়াল এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, “ওলা-র ইলেকট্রিক যানগুলি স্মার্ট, আর্টিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত। বাকি সব অন্যান্য যানবাহনগুলিকে ছাপিয়ে যাবে আমাদের যান। আমরা এই মাল্টি-মোডাল গতিশীলতা সকল ভারতবাসীর কাছে নিয়ে আসবো। আমাদের ডিজাইন করা ইলেকট্রিক যানগুলি বিভিন্ন স্তরের মানুষের প্রয়োজনের সঙ্গে খাপ খাইয়ে কাস্টমাইজড হবে।”