‘এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া’, ঐন্দ্রিলাকে মনে পড়াচ্ছে পুরাতন ভিডিও

নিজস্ব প্রতিবেদন : দাদাগিরির সিজন ৯-এর মঞ্চে সদ্য প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলাকে ‘এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া’ গানে পারফর্ম করতে দেখা গিয়েছিল। সেই মুহূর্ত আজ নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠেছে যখন অভিনেত্রী সবাইকে ছেড়ে চলে গেলেন। তার এইভাবে সবাইকে ছেড়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে সত্যিই যেন আজ সব আনন্দ আয়োজন বৃথা হয়ে গেল। এত লড়াই করেও অভিনেত্রী শেষ লড়াইটা আর করতে পারলেন না।

কোন একটা অঘটন যে ঘটতে চলেছে তা খুব ভালোভাবেই টের পাওয়া গিয়েছিল শনিবার সন্ধ্যাবেলায়। যখন দেখা যায়, অভিনেত্রীর কাছের মানুষ সব্যসাচী তাকে নিয়ে যে সকল পোস্ট ফেসবুকে করেছিলেন সব ডিলিট করে দেন। তখন থেকেই আশঙ্কায় প্রহর গুনতে শুরু করেন অভিনেত্রীর অনুরাগীরা। আর সেই প্রহর গুনতে গুনতে রবিবার দুপুর আসতেই শোনা গেল অভিনেত্রী চলে গেলেন সকলকে ছেড়ে।

বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। ১৯৯৮ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করার পর বেশ ভালোভাবেই শুরু হয়েছিল জীবন। কিন্তু ১৮ তম জন্মদিন অর্থাৎ ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি অভিনেত্রীর জীবনে নেমে আসে ভয়ংকর দিন। ঐদিনই অভিনেত্রী জানতে পারেন বোন ম্যারো ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে। এরপর দিল্লিতে চিকিৎসা করাতে গেলে চিকিৎসকেরা মাত্র ৬ মাস সময় দিয়েছিলেন তাকে।

তবে সেই লড়াইয়ে জয়লাভ করলে দ্বিতীয়বার শরীরে ক্যান্সার ধরা পড়লেও অভিনেত্রীকে কখনো ভেঙ্গে পড়তে দেখা যায়নি। একের পর এক লড়াইয়ে জয় হাসিল করেছিলেন। এরই মধ্যে গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অভিনেত্রী ভর্তি হন হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। লড়াইয়ে বারবার তাকে পিছু হটতে হলেও সবার মধ্যে আশা ছিল আবার অভিনেত্রী ফিরে আসবেন। কিন্তু তা আর হলো না।

অন্যদিকে অভিনেত্রীর চলে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তার পুরাতন বিভিন্ন ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। এরই মধ্যে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দাদাগিরির মঞ্চে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটি বারবার ঐন্দ্রিলার অনুরাগীদের চোখে জল ফেলছে। কারণ এই মঞ্চে অরিজিৎ সিং-এর জনপ্রিয় গান ‘দেখো আলোয় আলো আকাশ’-এ পারফর্ম করেছিলেন তিনি। এই গানে যে কথাটি রয়েছে ‘এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া’ সেটি যেন আজ সত্যি হয়ে গেল। কারণ অভিনেত্রী ছাড়া তো আজ সব বৃথা।