‘ডান্স Dance জুনিয়র’-এ মঞ্চ কাঁপাচ্ছে বীরভূমের রং মিস্ত্রির ছেলে ওম

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের প্রত্যন্ত গ্রাম চাতরার ওম রবিদাস, যার চুল অন্যান্যদের থেকে আলাদা। লম্বা লম্বা সোনালি চুলের জন্য তার বন্ধুবান্ধবরা তাকে বেশিরভাগ সময় ঠাট্টা করতো। আর সেই ঠাট্টার ছেলেটিই এখন মঞ্চ কাঁপাচ্ছে ‘ডান্স Dance জুনিয়র’-এর সেশন ২-এ।

কিন্তু প্রত্যন্ত এই গ্রামের ছেলেটির নাচের শখ এলো কিভাবে? ওমের বাবা রঞ্জিত রবিদাস একজন রং মিস্ত্রি। রঞ্জিত বাবুর স্বপ্ন ছিল একজন প্রতিষ্ঠিত ড্যান্সার হওয়ার। কিন্তু আর্থিক প্রতিকূলতা এবং অন্যান্য বাধার কারণে তার এই স্বপ্ন পূরণ হয়নি। তারপর তিনি ঠিক করেন তার স্বপ্ন তিনি পূরণ করবেন তার ছেলের মধ্য দিয়ে। এর পরেই ওমকে নাচের দিকে আকৃষ্ট করতে থাকেন রঞ্জিত বাবু। আর রঞ্জিত বাবুর সেই স্বপ্ন আজ পূরণের দিকে। ছোট্ট ওম বর্তমানে স্টার জলসার ‘ডান্স Dance জুনিয়র’-এর সেশন ২-এর সিলেক্টেড ১৮-য়।

জানা গিয়েছে, ওম-এর এই সাফল্যের অন্যতম কারিগর হলেন রঞ্জিত বাবুর বন্ধু শেখর মল্লিক। শেখর মল্লিক হলেন নলহাটি শহরের নাচের জগতের এক মানুষ। যেহেতু শেখর বাবু নাচের জগতের সাথে যুক্ত রয়েছেন তাই উনাকেই নিজের স্বপ্নের কথা বলাটা সবথেকে ফলপ্রসূ হবে বলে মনে করেছিলেন রঞ্জিত বাবু। আর সেই মনে করাই আজ স্বার্থক।

শেখর মল্লিক তার বন্ধুর কাছ থেকে বন্ধুর স্বপ্নের কথা শুনে সঙ্গে সঙ্গে তার ছেলেকে নিজের ডান্স অ্যাকাডেমি নলহাটি গোল্ড জিম এন্ড ডান্স অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে নেন। তারপরই নতুন করে পথ চলা শুরু হয় ওম রবিদাসের। প্রশিক্ষণের সাথে সাথে তালে তাল মিলিয়ে ওম রবিদাস নিজেকে তৈরি করে। এরপর অডিশন, অডিশনে উত্তীর্ণ হওয়ার পর বর্তমানে ওম প্রতিযোগিতার মূল পর্বে লড়াই করছে সিলেক্টেড ১৮ প্রতিযোগীদের সাথে।