একটাই ক্লাসরুম, একটাই ব্ল্যাকবোর্ড, একসঙ্গে দুই ভাষা পড়াচ্ছেন দুই শিক্ষক

নিজস্ব প্রতিবেদন : ক্লাসরুমের অভাবে একই ক্লাসে দুই শ্রেণীর পড়ুয়াদের পরানোর ছবি এর আগেও বিভিন্ন জায়গায় ধরা পড়েছে। তবে এবার সেই সকল ছবিকে চাপিয়ে গেল বিহারের একটি স্কুল। কারণ ওই স্কুলে একই ক্লাসরুমে দুই শ্রেণীর পড়ুয়াদের বসিয়ে দুই ভাষা শেখাচ্ছেন দুই শিক্ষক। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা ভাইরাল হয়।

ভাইরাল হওয়ার কারণে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন একই ক্লাসরুমে দুই শ্রেণীর পড়ুয়াদের পড়ানোর পাশাপাশি ওই শিক্ষক এবং শিক্ষিকা একটিই ব্ল্যাকবোর্ড ব্যবহার করছেন পড়ুয়াদের পড়ানোর জন্য। একদিকে শিক্ষিকা শেখাচ্ছেন হিন্দি ভাষা এবং অন্যদিকে শিক্ষক শেখাচ্ছেন উর্দু ভাষা। বিষয়টি অত্যন্ত আজব হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকার ভূমিকা এবং পড়ুয়াদের পরিস্থিতি নিয়ে নানান প্রশ্ন উঠছে।

প্রশ্ন উঠছে একইভাবে একই ক্লাসের মধ্যে বসে থাকা এতজন পড়ুয়া আলাদা আলাদা হবে দুই ভাষা সেখানেও তা আয়ত্ত করছে? এছাড়াও প্রশ্ন উঠছে ওই দুই শিক্ষক ও শিক্ষিকার এমন পারদর্শিতা নিয়েও। কারণ এমনিতেই একটি ক্লাসের পড়ুয়াদের কোন কিছু শেখাতে হিমশিম খেতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। সেই জায়গায় একই ব্ল্যাকবোর্ড ব্যবহার করে দুই ভাষার শিক্ষণ!

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, এমন ঘটনাটি বিহারের কাটিহার জেলার আদর্শ মিডিল স্কুলের। ওই স্কুলেই এমন আজব ঘটনা লক্ষ্য করা গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে একই ক্লাসে পড়ুয়াদের বসিয়ে দুই ভাষার শিক্ষা দিতে। তবে এই ঘটনা নতুন নয়। এমনটা হয়ে আসছে গত পাঁচ বছর ধরে বলেই জানা গিয়েছে স্কুল সূত্রে।

আদর্শ মিডিল স্কুলের সহকারি শিক্ষিকা প্রিয়াঙ্কা কুমারী জানিয়েছেন, ২০১৭ সালে উর্দু প্রাইমারি স্কুলকে তাদের স্কুলে স্থানান্তরিত করা হয়। তারপর থেকেই এমনটা হয়ে আসছে। এর কারণ হলো স্কুলে পর্যাপ্ত ক্লাসরুম নেই। পর্যাপ্ত ক্লাস রুম না থাকার কারণে বাধ্য হয়ে তারা এই ভাবেই গত পাঁচ বছর ধরে পড়ুয়াদের শিক্ষা দিচ্ছেন।

অন্যদিকে ভাইরাল হওয়া ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, এমন আজব পড়াশোনার পরিপ্রেক্ষিতে বাচ্চাদের মাথায় কিছু ঢুকছে না। পাশাপাশি তাদের মনও নেই ক্লাসরুমে। কী করেই বা থাকবে! এইভাবে কি কোনদিন একই ক্লাসরুমে দুই ধরনের পঠন ওই ছোট ছোট বাচ্চাদের মাথায় ঢুকতে পারে!