বিজ্ঞাপন

ফুলেফেঁপে উঠলেন মহম্মদ শামি! এক ম্যাচেই ঝুলিতে এলো এই ৫ নজির

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদন : বুধবার এবারের ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup 2023) প্রথম সেমিফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা রাখলেও ম্যাচের অধিকাংশ সময় কে জিতবে তা ছিল প্রায় অনিশ্চিত। কেননা বড় রান তাড়া করছে নিয়েই নিউজিল্যান্ড যেভাবে শুরু করেছিল তার সত্যিই প্রশংসনীয়। তবে তাদের এই প্রশংসা, তাদের পারফরম্যান্স সবকিছু দিয়ে মুছে দিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। পাশাপাশি তিনি এই দিনের এই একটি ম্যাচেই গড়ে ফেললেন ৫টি নজির।

মহম্মদ শামি প্রথম কোন ভারতীয় বোলার হিসাবে নিজের ঝুলিতে পুড়েছেন এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে ৫০ টি উইকেট। এই নজির আর কোন ভারতীয়র নেই। এমন মাইল ফলক তৈরি করার জন্য মহম্মদ শামি খেলেছেন মাত্র ১৭টি ইনিংস। এটিও আবার একটি নজির। কেননা ৪৮ বছরের ইতিহাসে ১৭ ইনিংসে ৫০ টি উইকেট অর্থাৎ দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন তিনি। এর আগে এমন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ১৯ ম্যাচে ৫০ টি উইকেট নিয়েছিলেন।

বিজ্ঞাপন

বিশ্বে আর কোন বোলারের নেই এমন রেকর্ড এবার গড়তে দেখা গেল মহম্মদ শামিকে। সেই রেকর্ডটি হল একটি বিশ্বকাপ চলাকালীন চারটি ৫ উইকেট। সেমিফাইনালে নামার আগেই ছয়টি ম্যাচের মধ্যে তিনটিতে তিনি পেয়েছিলেন পাঁচ উইকেট। সেমিফাইনালে ৫৭ রান দিয়ে তোলেন ৭টি উইকেট।

বিজ্ঞাপন

ক্রিকেট বিশ্বকাপের আঙ্গিনায় প্রথম কোন ভারতীয় বোলার হিসাবে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন মহম্মদ শামি। এর আগে ৬ উইকেট নিয়েছিলেন আশিস নেহেরা। কিন্তু এবার মহম্মদ শামি আশিস নেহেরার সেই রেকর্ডকে ছাপিয়ে গেলেন।

উল্লেখযোগ্য বিষয় হলো মহম্মদ শামি এবারের ক্রিকেট বিশ্বকাপের প্রথম চার ম্যাচে খেলার সুযোগ পাননি। পঞ্চম ম্যাচের আগে হার্দিক পান্ডিয়া চোট পেলে সেই জায়গায় আসেন তিনি। কিন্তু এরপরেই যেভাবে তিনি জ্বলতে শুরু করেছেন তা নজিরবিহীন। এখনো পর্যন্ত এবারের ক্রিকেট বিশ্বকাপে তার ঝুলিতেই রয়েছে সর্বোচ্চ উইকেট ২৩ টি। এই ২৩ টি উইকেট এসেছে মাত্র সাতটি ম্যাচ খেলেই।

আরও একটি নজির হলো বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নেমে মহম্মদ শামি দেশের হয়ে ১০০টি ম্যাচ খেলার মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন। ১০০ ম্যাচের মাইলস্টোন ছোঁয়ার ম্যাচ যে এমন নজিরবিহীন হবে তা হয়তো মহম্মদ শামি কোনদিন ভেবে উঠতে পারেননি।