করোনায় দেশকে একজোট করতে ১৪টি ভাষায় অ্যান্থেম গাইলেন ২০০-এর বেশি গায়ক-গায়িকা

নিজস্ব প্রতিবেদন : সুখ, দুঃখ, হাসি, কান্না এই সব অনুভূতি আসলে পরিবর্তনশীল তবু গান চিরকালীন। আর এই চিরকালীন গানের আবেগকেই কঠিন সময়ে মানবিকতার দরবারে নিয়ে গিয়েছে এশিয়ান পেইন্টস। করোনা পরিস্থিতিতে ভারতের মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রী তহবিলে দান করেছেন বিপুল অঙ্কের টাকা আর সেই জন্য মাধ্যম করেছেন গানকে। কঠিন মূহুর্তে ভারতীয়দের একত্রিত করতে ও সাহায্য করতে এশিয়ান পেইন্টস নিয়ে এসেছে ‘ওয়ান নেশন ওয়ান ভয়েস’ অ্যান্থেম।

দেশের এই পরিস্থিতিতে এশিয়ান পেইন্টস-এর সাথে মিলিত উদ্যোগ নিয়েছেন সোনু নিগম, শ্রীনিবাস ও সঞ্জয় ট্যান্ডন। ‘জয়তু জয়তু ভারত, বাসুদেব কুটুম্বকম’ নামক এই অ্যান্থেমটি প্রকাশ পেয়েছে গত ১৭ই মে। গানটিতে সারা ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পীদের দেখা গিয়েছে।

রয়েছেন আশা ভোঁসলে, শঙ্কর মহাদেবন, অমিত কুমার, অনুপ জলোটা, কৌশিকি চক্রবর্তী, উষা উত্থুপ, অলকা ইয়াগনিক, সোনু নিগম, মহালক্ষী আইয়ার, হরিহরন, কৈলাশ খের, কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ন, শ্রীনিবাস, যশবীর জস্যি, এসপি বালাসুব্রমনিয়াম, শান ও সুদেশ ভোঁসলে সহ ২০০-এর বেশি খ্যাতনামা গায়ক গায়িকা।

মোট ১৪টি ভাষায় গানটি গাওয়া হয়েছে। এর মধ্যে আছে বাংলা, হিন্দি, গুজরাতি, মারাঠি, তামিল, তেলেগু, মালয়ালাম, ভোজপুরি, অসমিয়া কাশ্মিরি, ওড়িয়া ও রাজস্থানী ভাষা। লকডাউনের মধ্যে সকল গায়ক গায়িকারা বাড়িতে বসেই গানটি গেয়েছেন।

বহু শিল্পীর বাড়িতে রেকর্ডিংয়ের সরঞ্জাম না থাকায় সমস্যা তৈরী হয়। তবে এই সব প্রতিকূলতা পেরিয়ে গানটি শেষ পর্যন্ত টিভি, রেডিও, ওটিটি, ভিওডি, আইএসপি, ডিটিএইচ ও সোশ্যাল মিডিয়া সহ মোট ১০০টি প্ল্যাটফর্মে রিলিজ করেন। ইন্ডিয়ান সিঙ্গারস রাইটস অ্যাসোসিয়েশন (ISRA) গানটি কার্যকর করেছে।

এশিয়ান পেইন্টস ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তহবিলে ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তহবিলে মোট ৩৫ কোটি টাকা সাহায্য করেছে। এছাড়াও গানটি যেসব প্ল্যাটফর্মে মুক্তি পায় সেখান থেকে পাওয়া অর্থ পুরোটাই পিএম কেয়ার্স ফান্ডে দেওয়ার পরিকল্পনা করেছে।

এই উদ্যোগের বিষয়ে এশিয়ান পেইন্টস-এর সিএইও অমিত সিঙ্গলে বলেন, “এশিয়ান পেইন্টস ব্র্যান্ড হিসেবে বরাবরই দ্বায়িত্বশীল। এই মূহুর্তে আমাদের দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এটাই দেশের জন্য এগিয়ে আসার সময়। এশিয়ান পেইন্টস-এর সাথে সমস্ত বাড়ির নাড়ির বন্ধন রয়েছে। আর আমরা পাশে পেয়েছি দেশের ২০০ জন শিল্পীকে। এই ওয়ান নেশন ওয়ান ভয়েস শুধুমাত্র একটি গান নয়, একটি মুভমেন্ট। আর এই মুভমেন্টের সাহায্যে আমরা দেশের মানুষদের সাহায্য করতে পেরে গর্বিত। এবং আমরা নিশ্চিত এই কঠিন সময়ে এমরা এইভাবে সকলকে অনুপ্রাণিত করতে পারব।”