এক রিচার্জে চলবে ৫ ফোন, Airtel -এর এই প্ল্যানে কুপোকাত Jio, Vi

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে এখন একচ্ছত্র রাজ আর নেই। সেখানে একসময় জিও (Jio) অন্যান্য টেলিকম সংস্থাকে ধরাশায়ী করে রাজ তৈরি করেছিল সেই জায়গা ধীরে ধীরে কেড়ে নিচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel। প্রযুক্তিগত দিক দিয়ে ছাড়াও অফার এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধির নিরিখে ধাপে ধাপে অনেক এগোচ্ছে এই টেলিকম সংস্থা।

বর্তমানে যখন রিচার্জের পিছনে খরচ দিন দিন বাড়ছে সেই জায়গায় গ্রাহকরা নিজেদের অতিরিক্ত সিম কার্ড আর ব্যবহার করছেন না। ব্যবহার করছেন একটি সিমকার্ড অথবা বড়জোড় দুটি। খরচ বাঁচানোর দিকে তাকিয়েই তারা এমন পদক্ষেপ নিচ্ছে। আর এই পরিস্থিতির কথা মাথায় রেখে এয়ারটেল এমন একটি প্ল্যান নিয়ে এলো যে প্ল্যানটি ব্যবহার করলে গ্রাহকদের আলাদা আলাদা করে রিচার্জ করার প্রয়োজন পড়বে না।

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল এমন প্ল্যান এনেছে মূলত পোস্টপেড গ্রাহকদের জন্য। যে রিচার্জ প্ল্যানটিতে রয়েছে ডেটা, কল, এসএমএস সহ সব রকম সুবিধা। যে সকল গ্রাহকদের পরিবারে পাঁচ জন মোবাইল ব্যবহার করেন তাদের আর আলাদা আলাদা করে রিচার্জ করতে হবে না।

এয়ারটেল গ্রাহকদের এমন পোস্ট পেড প্ল্যান ব্যবহার করার জন্য মাসে খরচ করতে হবে ১৪৯৯ টাকা। এই প্ল্যান ব্যবহার করলে একজন রেগুলার ব্যবহারকারী ছাড়াও তার সঙ্গে আরো চারজন ব্যবহারকারী অ্যাড-অন হিসাবে সবকিছু ব্যবহার করতে পারবেন।

এই প্ল্যান ব্যবহার করে গ্রাহকরা পাবেন ২০০ জিবি ডেটা। অ্যাড-অন ব্যবহারকারীরা আলাদাভাবে পাবেন ৩০ জিবি ডেটা। ২০০ জিবি ডেটা যদি শেষ না হয় তাহলে তা পরের মাসের জন্য ক্যারি ফরওয়ার্ড হবে। এছাড়াও রয়েছে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ টি এসএমএস, Netflix, Amazon Prime, Disney+Hotstar সাবস্ক্রিপশন।