বিজেপি কর্মী সমর্থকদের তৃণমূলে যোগ, বিস্ফোরণে বিজেপির দিকে আঙ্গুল তুললেন অনুব্রত

হিমাদ্রি মন্ডল : মঙ্গলবার সন্ধ্যাবেলায় সিউড়ি তৃণমূল কার্যালয়ে খয়রাশোল ব্লক থেকে হাজারখানেক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগদান করলো। এছাড়াও দুর্গাপুজোর পর খয়রাশোল ব্লকে জনসভা করে ১৫ থেকে ২০ হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করবে বলে দাবি করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ সিংহ।

বিজেপি কর্মী সমর্থকদের দলে টেনে আজ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ সিংহ জানান, “খয়রাশোল ব্লক থেকে আজ এক হাজারের বেশি বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করল টোকেন হিসাবে। দুর্গাপুজোর পর ওই এলাকার অবজারভার অরুণ চক্রবর্তী একটি জনসভার ডেকে ১৫ থেকে ২০ হাজার বিজেপি কর্মী সমর্থক জয়েন করবে। আজ সেই যোগদানের কর্মসূচি শুরু হল।”

বিজেপি কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “মমতা ব্যানার্জীর উন্নয়নের স্বার্থে এই সকল মানুষরা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। কারণ তারা জানেন মমতা ব্যানার্জি থাকলে শিল্প থেকে কৃষি সবদিক দিয়েই তাদের উন্নতি হবে।”

এছাড়াও আজ তিনি খোয়াজ মহম্মদপুরে বিস্ফোরণের ঘটনায় বোমা মজুদের জন্য বিজেপিকে দায়ী করে বলেন, “বিজেপির গুন্ডারা বোমা রেখেছে, কি বলবো, ওরা এসব করছে।”

এবিষয়ে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের বক্তব্য, “খোয়াজ মহম্মদপুর গ্রাম দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, ওই গ্রামে আমাদের কোন সংগঠন নেই। তৃণমূলের লোকেরা এত পরিমান বোমা মজুত রেখেছে রোজ যদি একটা করে বিজেপি কর্মীদের খুন করে তাহলে ওদের বোমা শেষ হবে না।”