পেঁয়াজ বিক্রিতে পুলিশি প্রহরা, মোতায়েন কনস্টেবল থেকে সিভিক

অমরনাথ দত্ত : শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারণ বর্তমান পরিস্থিতিতে পেঁয়াজ যে অগ্নিমূল্য। দুই পুলিশ কনস্টেবল ও বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের প্রহরায় বীরভূমের বোলপুরের সুফল বাংলা থেকে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

খোলা বাজারে পেঁয়াজের দাম ১৫০ টাকা ছুঁইছুঁই। যার কারণে এ যে এখন অন্যতম দামি জিনিসে পরিণত হয়েছে। এমনকি মানুষ সুযোগ পেলেই অন্য কিছু হাতিয়ে নিয়ে যাওয়ার বদলে পেঁয়াজ হাতিয়ে চম্পট দিচ্ছেন। যে ঘটনা দেখা গিয়েছিল সোমবার বোলপুরের সরকারি বাজার সুফল বাংলায়। সেখান থেকে গতকাল ২০ কেজি পেঁয়াজ লুট হওয়ার অভিযোগ করেছেন সুফল বাংলার কর্মচারীরা। তারপর থেকেই এমন পুলিশি প্রহরার বন্দোবস্ত।

সুফল বাংলার এক কর্মচারী জানান, “গতকাল সকালবেলায় আমাদের এই বাজারে পেঁয়াজ কেনার জন্য অজস্র গ্রাহক জমা হন। সেসময় পেঁয়াজে খামতি হলে গ্রাহকদের সাথে আমাদের একটু বচসার সৃষ্টি হয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কেউ বা কারা গোডাউন থেকে ২০ কেজি পেঁয়াজ লুট করে নিয়ে পালায়। তারপর আমরা পুলিশে ঘটনাটি জানালে আজ থেকে পুলিশি প্রহরার বন্দোবস্ত করা হয়।”

তবে এহেন পেঁয়াজ বিক্রি করতে পুলিশি প্রহরার বন্দোবস্তে গ্রাহকদের মধ্যে একপ্রকার হাসির খোরাক শুরু হয়েছে।যদিও সুফল বাংলার কর্মচারীদের দাবি আর যেন কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এই পুলিশি বন্দোবস্ত।