নেতাজির নামে দেশের একমাত্র রেল জংশন, সুভাষ সম্পর্কিত সেই রেলস্টেশনটি অনেকেরই অজানা

নিজস্ব প্রতিবেদন : মহান স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক, দেশ নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি। এমন একজন মহান দেশনায়কের শেষ জীবন আজও রহস্যময়। তার যখন ১২৬ তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে সেই সময়ও আমরা জানি না তিনি কোথায় রয়েছেন। মহান একজন দেশ নায়কের ক্ষেত্রে এমন রহস্যময় ঘটনা দেশের প্রতিটি মানুষকে ব্যথিত করে।

দেশের মহান একজন নেতাকে মনে রাখার জন্য বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকেন। সেই রকমই আবার সরকারের তরফ থেকেও নানান পদক্ষেপ গ্রহণ করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুকে চিরস্মরণীয় করে রাখার জন্য ভারতীয় রেলের তরফ থেকেও একটি রেল জংশনের নাম রাখা হয়েছে তার নামে। দেশে একটি মাত্র রেলস্টেশন রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে, তবে সেই রেলস্টেশনটি অনেকের কাছেই অজানা।

গোমো স্টেশনের নাম আমরা অনেকেই শুনেছি। কিন্তু আবার অনেকেই জানেন না এই রেলস্টেশনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রয়েছে। গোমো রেল স্টেশনের অফিসিয়াল নাম হল নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো রেল জংশন। এই রেলস্টেশনটি অবস্থিত ঝাড়খন্ডের ধানবাদে। এই জংশন থেকে বারকাকানা, মুরি, আদ্রা বিভিন্ন রুটে ট্রেন যাতায়াত করে।

গোমো রেল স্টেশনের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত করার পিছনে রয়েছে একটি কারণ। দেশকে পরাধীনতার জাল থেকে মুক্ত করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন ঘর-সংসার ত্যাগ করে। ব্রিটিশরা যখন তার ভয়ে কম্পিত এবং তাকে খুঁজে পেতে মরিয়া সেই সময় তিনি এই গেমো শহরে এসে রাত্রি বাস করেছিলেন।

এরপর এই শহর থেকেই ১৯০৬ সালে কালকা মেলে চড়ে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দেন নেতাজী সুভাষচন্দ্র বসু। ২০০৯ সালে এই রেলস্টেশনটি আধুনিকীকরণ করা হয় এবং তারপরই এর নাম দেওয়া হয় নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো রেল জংশন।