প্রতারণা রুখতে ATM থেকে টাকা তোলার পদ্ধতিতে যুগান্তকারী পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক জালিয়াতি, প্রতারণা ভারতে নিত্যদিনের ঘটনা। প্রতিদিন কোন না কোন জায়গায় সাধারণ মানুষদের প্রতারণার শিকার হতে হচ্ছে। ব্যাঙ্কের তরফ থেকে বারংবার প্রতারণার রুখতে নানান পদক্ষেপ গ্রহণ করা হলেও বহুক্ষেত্রেই মানুষ তাদের অসাবধানতাবশত প্রতারণার সম্মুখীন হন।

মানুষ এই সকল প্রতারণার সম্মুখীন হন কখনো অচেনা ব্যক্তিকে ফোন মারফৎ ব্যাঙ্কিংয়ের নানান তথ্য এবং ওটিপি দিয়ে, কখনো আবার এটিএম কার্ড ক্লোনের মাধ্যমে প্রতারণার সম্মুখীন হন।

আর এই সকল প্রতারণার রুখতে দেশের প্রতিটি ব্যাঙ্কই প্রতিদিন নতুন নতুন পদক্ষেপের পথে হাঁটছে। কখনো টাকা তোলার ক্ষেত্রে করা হচ্ছে নিয়ন্ত্রণ, কখনো পুরাতন ডেবিট কার্ড বদলে নতুন এবং আরও উন্নত প্রযুক্তির ডেবিট কার্ড দেওয়া হচ্ছে গ্রাহকদের, কখনো আবার ডেবিট কার্ড তুলে দিয়ে Yono অ্যাপের মাধ্যমে টাকা তোলার সিদ্ধান্ত গ্রহণের পথে হাঁটছে। তবে এই সব কিছুকে ছাড়িয়ে একেবারেই যুগান্তকারী পদক্ষেপ নিল কানাড়া ব্যাঙ্ক।

কানাড়া ব্যাঙ্কের তরফ থেকে তাদের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানানো হয়েছে, সেখানে ব্যাঙ্কের তরফ থেকে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এবার থেকে এটিএম থেকে দিনে ১০০০০ টাকার বেশি নগদ তুলতে গেলে লাগবে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড। ওই ওটিপি ছাড়া আর টাকা তোলা যাবে না।

কানাড়া ব্যাঙ্কের তরফ থেকে আরও জানানো হয়, এই পদক্ষেপ শুধুমাত্র গ্রাহকদের মূলধনের নিরাপত্তার জন্যই আনা হয়েছে। ব্যাংকের সাথে গ্রাহকদের যে মোবাইল নাম্বার যুক্ত করা থাকবে সেই নাম্বারেই আসবে ওটিপি। এটিএমের জন্য আলাদা করে কোন নাম্বার সংযুক্ত করার প্রয়োজন নেই।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতবর্ষে প্রথম এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে কানাড়া ব্যাঙ্ক।