পাকিস্তানে জলের তোড়ে হুরমুড়িয়ে ভেঙে পড়ল চিনের তৈরি আস্ত ব্রিজ

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই তীব্র দাবদাহে পুড়ছে পাকিস্তান। এরইমধ্যে পাকিস্তানি ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। এই দুর্ঘটনা আর্থিক ভাবে পিছিয়ে থাকা এই দেশকে চরমভাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। পাকিস্তানে জলের তোড়ে হুরমুড়িয়ে ভেঙে পড়েছে আস্ত ব্রিজ।

প্রচণ্ড গরমে একটি হিমবাহ গলে যাওয়ার ঘটনা ঘটেছে পাকিস্তানে। সেই হিমবাহ গলে নদী দিয়ে তীব্রগতিতে জল বইতে শুরু করে। এই জলের দাপটে আস্ত একটি ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ভাবে এমন আস্ত ভেঙে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভেঙে পড়া এই ব্রিজ একটি ঐতিহাসিক ব্রিজ। এটি অবস্থিত গিলগিট বাল্টিস্তান এলাকায়। ঐতিহাসিক এই ব্রিজর নাম হাসনাবাদ ব্রিজ। ঐতিহাসিক এই ব্রিজ পাকিস্তানের সঙ্গে চীনের যোগাযোগ স্থাপন করত। কারাকোরাম জাতীয় সড়কের পাশে থাকা এই ব্রিজটি বহু পুরাতন ব্রিজ বলে জানা গিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ছে শিশপার হিমবাহ। এই হিমবাহ গলে এবং ভেঙ্গে পড়ার কারণে নদীর জল তীব্র গতিতে বইতে শুরু করে। বন্যা পরিস্থিতি তৈরি হয় এলাকায়। এই বন্যার কারণে হাজারের বেশি মানুষ আটকে পড়েছেন বলেও জানা যাচ্ছে। অন্যদিকে এই ব্রিজটি চিন তৈরি করেছিল বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে এই ব্রিজটি ভেঙে পড়ার ফলে উত্তর পাকিস্তানের কারাকোরাম অঞ্চলের সঙ্গে যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এই ঘটনায় কারোর প্রাণহানির খবর অথবা আহত হওয়ার কোনো খবর নেই। গত সপ্তাহে পাকিস্তানের বেশ কিছু জায়গায় তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি ছুঁয়েছিল। মনে করা হচ্ছে সেই কারণেই হিমবাহ গলতে শুরু করে।