৭২ বছর পর স্বীকার করল পাকিস্তান, মেনে নিন কাশ্মীর ভারতের রাজ্য

নিজস্ব প্রতিবেদন : জম্মু কাশ্মীরকে ভারত অধিকৃত কাশ্মীর বলে চিরকাল দাবি করে আসছে পাকিস্তান। কিন্তু আজ আর সত্যকে চাপা দিতে পারলো না পাকিস্তান। অবশেষে ৭২ বছর পর মেনে নিল জম্মু কাশ্মীর ভারতের রাজ্য। রাষ্ট্রসঙ্ঘে একটি বৈঠক চলাকালীন পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি স্বীকার করে নিলেন জম্মু কাশ্মীর ভারতেরই রাজ্য।

তিনি এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, “ওরা বলছে জম্মু-কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে। তাহলে কেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে ভারতের রাজ্য জম্মু-কাশ্মীরে যাওয়ার অনুমতি দিচ্ছে না? ওরা মিথ্যা বলছে। কারফিউ উঠে গেলে বিশ্ব দেখতে পারবে।”

দেখে নিন সেই ভিডিও..

আজ রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। আর সেই সময় সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে এমন বেফাঁস সত্য বেরিয়ে এলো তাঁর মুখ থেকে।