বিদেশি লগ্নি টানতে টোপ বেলি ড্যান্স! ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন : দেশে বাণিজ্যিক সমৃদ্ধির জন্য বিদেশি লগ্নি টানতে বিশ্বের তাবড় তাবড় দেশ লগ্নিকরনের সম্মেলনে কত কিছুই না পরিকল্পনা করে থাকে। তবে এই পরিকল্পনার মধ্যে পাকিস্তান যা করলো তাতে হতবাক গোটা বিশ্ব। লগ্নিকরন সম্মেলনে লগ্নিকারীদের নজর টানতে রীতিমত বেলি ড্যান্সের আয়োজন করে ফেলল ইমরান সরকার।

পাকিস্তানের অর্থনীতি মূলত দাঁড়িয়ে রয়েছে নগদের উপর। আর যত দিন যাচ্ছে সন্ত্রাসী ইস্যু এবং আন্তর্জাতিক অন্যান্য ইস্যুতে কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান, সংকীর্ণ হচ্ছে সে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে তারা লগ্নিকরন সম্মেলনে আয়োজন করলো বেলি ড্যান্সের। তাও আবার কেন, লগ্নিকারীদের দৃষ্টি আকর্ষণ করতে। আজারবাইজানের রাজধানী বাকুতে পাকিস্তানের পেশোয়ারের সারহাদ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাঁচ দিনের জন্য একটি বাণিজ্যিক সম্মেলনের আয়োজন করেছিল। এ মাসের ৪ তারিখ থেকে সেই সম্মেলন শুরু হয় এবং সমাপ্ত হয় গত রবিবার।

পাকিস্তানের একটি চ্যানেলে এই খবর দেখাতেই সর্বত্র ছড়িয়ে পড়ে সেই সম্মেলনের ভিডিও। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়ার সাথে সাথে উঠে বিতর্কের ঝড়। সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা অনেকেই পাকিস্তানের কর্মকান্ড দেখে হতবাক হয়েছেন। ব্যঙ্গ করেছেন অনেকে, ‘পাকিস্তানের নয়া স্টাইল’ উল্লেখ করে। অনেকে আবার ব্যঙ্গ করেছেন, ‘ভারত যখন চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছে, সেখানে লগ্নিকারীদের জন্য বেলি ডান্সের আয়োজন করছে পাকিস্তান।’ কেউ কেউ আবার পাকিস্তানের চিনে গাধা রপ্তানির প্রসঙ্গ টেনে ব্যঙ্গ করেছেন।

নেটিজেনদের অনেকের মন্তব্য, পাকিস্তান নিজেরাই নিজেদের কর্মকাণ্ডে হাসির খোরাকে পরিণত হচ্ছে। তবে পর্সি দেশ এই পাকিস্তানের এমন প্রয়াস তাদের বাণিজ্যের ক্ষেত্রে কতটা অগ্রগতি হতে পারে তাই এখন দেখার।