ভূমিকম্পে থরথর করে কাঁপছে স্টুডিও, বুকে পাটা রেখে খবর পড়ছেন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদন : ভূমিকম্প (Earthquake) প্রতিটি মানুষের কাছেই আতঙ্কের কারণ। কারণ ভূমিকম্পে নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে সবকিছু। গত কয়েক বছরে বিশ্ব বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্পের সম্মুখীন। সম্প্রতি বিধ্বংসী ভূমিকম্পের সম্মুখীন হয়েছে তুরস্ক এবং সিরিয়া। যেখানে এই প্রায় ৬০ হাজার মানুষের প্রাণ গিয়েছে। তবে এই রকমই এক বিধ্বংসী ভূমিকম্পেও নিজের কর্তব্যে অচল থাকলেন এক সাংবাদিক।

তীব্র ভূমিকম্পে যখন থরথর করে কাঁপছে স্টুডিও, যখন সব টালমাটাল অবস্থা তখনও স্টুডিওতে ধীর স্থির ভাবে দাঁড়িয়ে সংবাদ পরিবেশন করতে দেখা গেল পাকিস্তানের (Pakistan) এক সাংবাদিককে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় এবং তা ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ভূমিকম্পের সময় ওই সাংবাদিক নিজেকে ধীর স্থির রেখে নিজের কর্তব্য পালন করেছেন। স্টুডিও থরথর করে কাঁপলেও তিনি কিন্তু নিজের আসন অথবা কর্তব্য ভুলে পালিয়ে যান নি। ক্যামেরার পিছনে থাকা একজন স্টাফকে সেই সময় দৌঁড়ে চলে যেতেও দেখা যায়। কিন্তু সংবাদ পরিবেশন করা ওই সাংবাদিক পালাননি। আবার ওই সাংবাদিক ছাড়াও তার পিছনে আরও একজন কন্ট্রোলারকেও দেখা যায় ধীরস্থির ভাবে নিজের কাজ চালাতে।

এমন ভূমিকম্পের ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৬। এই ভূমিকম্পের প্রভাব পাকিস্তান ছাড়াও ভারতের দিল্লি, জম্মু ও কাশ্মী, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও রাজস্থানের বিভিন্ন অংশে পড়ে। যদিও ভারতে সেই ভাবে ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানে।

আফগানিস্তানে মঙ্গলবার রাত ১০:১৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল আফগানিস্তানের জুর্মের ১৮০ কিলোমিটার গভীরে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া এলাকা। যেখানে কম করে ১১ জন মারা যান এবং অনেকেই আহত হন।