৩০০ টাকা কেজি! সোনার বদলে টমেটোর গয়নায় সাজলেন কনে, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন : যুবতী বসেছেন বিয়ের পিঁড়িতে। বিয়ের আসরে বসার আগে সুন্দর লেহেঙ্গা, চোখে মুখে মানানসই মেকআপ করে বসে আছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কনের গায়ে নেই কোনো রকম সোনার অলংকার। তবে সোনার অলংকারের বদলে কানে, গলায়, হাতে ঝুলছে টমেটোর মালা। কানে টমেটোর দুল, গলায় টমেটোর মালা, হাতে টমেটোর বালা! মোটের উপর অলংকার হিসেবে সোনার বদলে গোটা গায়ে লাল লাল টমেটো। টমেটোর গয়নায় সাজা এমনই এক কনের ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, এই ভিডিওটি পাকিস্তানের লাহোরের। কিন্তু কেন এমন অদ্ভুত সাজে সেজেছেন ওই কনে? এই প্রশ্নের উত্তরে তিনি এক পাকিস্তানি সাংবাদিককে জানান, ‘সোনার দাম তো বেড়েছে। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টমেটোর দামও। তাই সোনার বদলে বিয়েতে টমেটোই পরে নিলাম।’

সোমবার টুইটারে ২ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিওটি আপলোড হওয়ার পর ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আসলে পাকিস্তানে টমেটোর দাম অনেকটাই বেশি। সূত্র মারফত জানা গেছে, সেখানে কোন কোন জায়গায় টমেটো বিক্রি হচ্ছে ৩০০ টাকা পর্যন্ত কেজি দরে।এই পরিস্থিতিকে বিদ্রূপ করতেই ওই যুবতী টমেটোর গয়নায় সেজে বিয়ের পিঁড়িতে বসেছেন বলে বিশেষজ্ঞদের দাবি।

যদিও পাকিস্তানের অনেকেই মনে করছেন এই ভিডিওটি পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। কারণ ইন্টারভিউ নেওয়া ওই সাংবাদিক ইয়াসির সামি ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার জন্য দেশের সুপরিচিত মুখ। সে কারণে অনেকের ধারণা টমেটোর দাম বৃদ্ধি নিয়ে বিদ্রূপ মনোভাব থেকেই এই ভিডিও বানানো।