অরুণ লাল বুলবুলের বিয়েতে এলাহী আয়োজন, মেনুতে ছিল এই সকল পদ

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রাক্তন ক্রিকেটার অরুণ লালের সঙ্গে সোমবার গাঁটছড়া বাঁধলেন বুলবুল সাহা। কলকাতার একটি অভিজাত হোটেলে এই বিয়ের আয়োজন করা হয়। ৬৬ বছর বয়সে অরুণ লাল দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন। আর এই বিয়ের রিসেপশনে অতিথিদের জন্য ছিল এলাহী আয়োজন।

অন্যদিকে তরতাজা যুবতী বুলবুল সাহা একজন শিক্ষিকা। তিনি গত ৬ বছর ধরে শিয়ালদহ একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার পেশায় যুক্ত। এর আগে তিনি আট সাড়ে আট বছর ধরে অন্য একটি স্কুলে শিক্ষকতাট সঙ্গে যুক্ত ছিলেন। ৩৭ বছর বয়সী এই বুলবুল সাহার সঙ্গে অরুণ লালের সোমবার বিয়ে হয় বাঙালি রীতি মেনে।

বিয়ের রিসেপশনে যাতে অতিথিদের কোনরকম আপ্যায়নে ত্রুটি না ঘটে তার জন্য এলাহি আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। তবে এই মেনুতে ছিল অধিকাংশ বাঙালি পদ। ছিল চিংড়ি মালাইকারি, ফিস ফ্রাই, খাসির মাংস, ছানার প্রিপারেশন, মিষ্টি দই সহ আরও রকমারি পদ। উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন, সাবা করিম-সহ অরুণ লালের ঘনিষ্ঠরা।

অরুণ লাল এবং বুলবুল সাহার চার হাত সোমবার এক হলেও তাদের দুজনের পরিচয় অনেকদিনের। কমন এক বন্ধুর পার্টিতে গিয়ে অরুণ লালের সঙ্গে বুলবুলের সাক্ষাৎ হয়। তারপরেই সখ্যতা এবং শেষমেষ বিয়ের পিঁড়িতে বসলেন দুজনে। অন্যদিকে অরুণ লালের এই বিয়ে হয় তার প্রথম স্ত্রীর সম্মতিতেই। তিনি বর্তমানে অসুস্থ।

অরুণ লাল দৃঢ় মানসিকতার মানুষ। মাঠের ময়দান হোক অথবা শারীরিক অসুস্থতা তাকে কোনদিন হারাতে পারেনি। ১৯৮৯-৯০ মরশুমে যখন বাংলা রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয় সেই সময় তিনি মাটি কামড়ে ছিলেন। তার সেই ইনিংস এখনো চর্চিত। আবার পরে তার শরীরে ক্যান্সার বাসা বাঁধে। তবে তাকেও তিনি হারিয়ে দিতে সক্ষম হন।