সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে পার্থ অর্পিতার মিম টোটোতে, রইল ভিডিও

নিজস্ব প্রতিবেদন : পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়ের কর্মকাণ্ড এখন কারো অজানা নয়। এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন এই মন্ত্রীর নাম জড়িয়ে যাওয়ার পর তার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তার বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি হানা দেওয়া হয় তার ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে। এরপরেই একের পর এক কান্ড সরগরম করে রাজ্যকে।

প্রথম দফায় অর্পিতা মুখার্জির টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ২২ কোটি টাকা নগদ। এরপর পার্থ চট্টোপাধ্যায় এবং তাকে হেফাজতে নিয়ে ইডি তদন্ত শুরু করলে দ্বিতীয় দফায় অর্পিতার বেলঘরিয়ার ফ্লাট থেকে বের হয় প্রায় ২৮ কোটি টাকা নগদ। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার সোনা দানা, গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি ইত্যাদি।

দুজনের এই কর্মকাণ্ডের পর তাদের নিয়ে যেমন সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিদ্রুপ শুরু হয় ঠিক তেমনি আবার বইতে থাকে মিমের বন্যা। সোশ্যাল মিডিয়া জুড়ে এই মিমের বন্যা হওয়ার পর এবার সেই মিম পৌঁছে গেল টোটোতে। টোটোতে এমন মিম দেখা গিয়েছে বীরভূমের বোলপুর শান্তিনিকেতন এলাকায়।

সেখানকার এক টোটো চালক সুকেশ চক্রবর্তী নিজের টোটোর পিছনে অর্পিতা মুখার্জি এবং পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি ব্যানার তৈরি করেছেন। যে ব্যানারে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে টাকার সঙ্গে অর্পিতা মুখার্জি এবং পার্থ চট্টোপাধ্যায়কে। যেখানে তাদের দুজনকেই বলতে দেখা যাচ্ছে ‘এ টাকা তো আমার নয়’। এর পাশাপাশি তাতে একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে ‘এ ভগবান এ টাকা কি তোমার?’

টোটোর পিছনে এইভাবে প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকে নিয়ে যে ব্যানার লাগিয়ে শহরের একান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াচ্ছে ওই টোটোটি, সেটি এখন শহরের বাসিন্দাদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ওই টোটো চালক জানিয়েছেন, ‘অনেকেই টিভি দেখেন না তাই তাদের কাছে এই মন্ত্রীদের চুরির খবর পৌঁছাচ্ছে না। যে কারণেই তিনি টোটোর পিছনে এই ব্যানার লাগিয়ে সকলকে জানাতে চাইছেন এই মন্ত্রীরা কিভাবে চুরি করে টাকার উপর ঘুমান।’