প্ল্যান চেঞ্জ, ট্রেনের টিকিট বুকিংয়ের পরেও এই পদ্ধতিতে করা যায় তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবার (Indian Railways) উপর নির্ভর করে প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। প্রতিদিন দেশের প্রায় ৮ হাজার রেল স্টেশন থেকে ২৮ হাজারের কাছাকাছি যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন গন্তব্যের দিকে রওনা দেয়। এই সকল গুরুত্বের কথা মাথায় রেখে রেল পরিষেবাকে ভারতের গণপরিবহনের মেরুদন্ড বলা হয়।

দেশের বড় সংখ্যার নাগরিকরা এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ অথবা অন্য কোন জরুরী কাজের জন্য মূলত ট্রেনকেই বেছে নেন যাতায়াতের জন্য। দূরপাল্লার অধিকাংশ ট্রেনের টিকিট নিয়ে টানাপোড়েন থাকার কারণে বহু আগে থেকেই যাত্রীদের নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী টিকিট বুকিং করে রাখতে হয়। তবে আবার অনেক সময় দেখা যায় প্ল্যান চেঞ্জ করা হচ্ছে।

সময়ের পরিপ্রেক্ষিতে যে সকল প্ল্যান চেঞ্জ করার সঙ্গে সঙ্গে যাত্রীদের দেখা যায় টিকিট বাতিল করে পরবর্তী যেদিন তারা যাত্রা করতে চাইছেন সেই দিন টিকিট বুকিং করতে। তবে ভারতীয় রেল এখন যাত্রীদের এমন একটি সুযোগ দিচ্ছে যাতে করে টিকিট বাতিল না করে পরবর্তী দিনে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। এমনকি এই নিয়ম অনুযায়ী যাত্রীরা চাইলে ক্লাস বদল করতেও পারবেন।

যাত্রীদের যাত্রা আরও সহজ এবং সুবিধাজনক করে তোলার জন্য আইআরসিটিসির তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সময়ের পরিপ্রেক্ষিতে যে সকল নিয়মে পরিবর্তন আনা হয় সেই সকল নিয়মের পরিবর্তনের মধ্যেই এই নতুন নিয়ম করা হয়েছে। নতুন নিয়মে যাত্রীদের সুবিধা অনেকটাই বাড়বে। তবে এর জন্য অতিরিক্ত ফি দিতে হবে যাত্রীদের। পাশাপাশি যাত্রার দিন পরিবর্তনের এই সুযোগ পাওয়া যাবে কেবলমাত্র একবার।

রেলের নিয়ম অনুসারে কনফার্ম টিকিট, RAC, এমনকি ওয়েটিং লিস্টে থাকার টিকিট বাতিল না করেই দিন পরিবর্তন করার সুযোগ পাবেন যাত্রীরা। এই নিয়মে টিকিটের দিন পরিবর্তন করার জন্য যাত্রীকে ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা আগে রিজার্ভেশন কাউন্টারে যেতে হবে। সেখানে যাত্রার দিন পরিবর্তনের জন্য একটি আবেদন করতে হবে। ক্লাস পরিবর্তনের ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে। তবে অনলাইনে টিকিট যারা বুকিং করবেন তারা এই সুযোগ পাবেন না। অফলাইনে টিকিট বুকিং করার ক্ষেত্রে এমন সুবিধা পাওয়া যাবে।