বিয়েতে ট্রেন ভাড়া দিতে চলেছে ভারতীয় রেল! জেনে নিন খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদন : সদ্য সমাপ্ত হওয়া সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য নিজেদের শাসন কায়েম রাখে এনডিএ জোট। আর দ্বিতীয় বার সরকারে এসেই মোদি সরকারের একের পর এক অভিনব পদক্ষেপ। তবে এই সকল পদক্ষেপ নিয়ে সমালোচনারও শেষ নেই, সমালোচনায় বারংবার উত্তাল হয়ে উঠেছে লোকসভা থেকে রাজ্যসভা।

দ্বিতীয়বার সরকার বসে মোদি সরকার রেল পরিষেবায় একাধিক পরিবর্তন আনছে। প্রথমেই রেল কর্তৃপক্ষ রেলে যাত্রী স্বচ্ছন্দ এবং সুরক্ষার দিকে নজর দেয়। তারপরই রেলকে বেসরকারিভাবে চালানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। আর তা নিয়ে ইতিমধ্যে রেল কর্মী সংগঠনগুলি সোচ্চার হয় রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে।

রেল কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে প্রথম দিল্লি এবং লখনৌ-এর মধ্যে বেসরকারি সংস্থার মাধ্যমে তেজস নামে এক্সপ্রেস ট্রেন চালাবে। বিপুল আধুনিকীকরণের ছোঁয়ায় গড়ে তোলা হয়েছে এই ট্রেনটি। এছাড়াও আগামী দিনে আরও একটি রুটে বেসরকারি সংস্থার মাধ্যমে ট্রেন চালাতে উদ্যোগ নিচ্ছে রেল কর্তৃপক্ষ।

Source

আর এবার রেল কর্তৃপক্ষ আরো একটু অভিনব পথে হাঁটলো। রেলের তরফ থেকে তাদের ট্যুইটার হ্যান্ডেলে জানানো, এবার থেকে বিয়ের মতো অনুষ্ঠানের জন্য রেলের আস্ত কোচ ভাড়া করতে পারবে গ্রাহকরা।

সামাজিক বিশেষ অনুষ্ঠানের জন্য আস্ত ট্রেনের পুরো কোচ ভাড়া নেওয়ার জন্য আপনাকে লগইন করতে হবে ftr.irctc.co.in -এ। সেখান থেকে শর্ত অনুযায়ী বুক করতে পারেন ট্রেনের একটি আস্ত কোচ।

আইআরসিটিসি’র তরফ থেকে জানানো হয়েছে, “এফটিআর অনুযায়ী গ্রাহকরা এবার থেকে বিয়ে, পার্টি বা এদের মত বড় বিশেষ কোন অনুষ্ঠানের জন্য ট্রেনের পুরো কোচ ভাড়া নিতে পারেন।”