Pathaan সুনামিতে কাবু বিশ্ব, ৫ দিনে আয়ের অঙ্ক শুনলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদন : বলিউডে কতদিন আগে এইভাবে কোন সিনেমা ঝড় তুলেছিল তা মনে করতেই হিমশিম খেতে হচ্ছে দর্শকদের। দক্ষিণী সিনেমার দাপটে বলিউড সিনেমা এক প্রকার হারিয়ে যেতে বসেছিল। অবশেষে সেই হারানো জগত ফিরিয়ে দিল শাহরুখ খান (Shah rukh Khan) অভিনীত পাঠান (Pathaan)। আয়ের অংকের দিকে তাকালে খুব কম সিনেমা রয়েছে যারা এইভাবে সুনামি তুলতে পেরেছে।

শাহরুখ খান ও দীপিকা পাডুকনের পাঠান সিনেমাকে ঘিরে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়। সেই বিতর্ক থেকে ওঠে বয়কটের ডাক। তবে সেসব তোয়াক্কা না করেই ছবি মুক্তির পর থেকেই দেখা যায় ঝড় বইছে। আয়ের দিক দিয়ে নজর রাখলে দেখা যাবে প্রথম পাঁচ দিনের মধ্যে চার দিন দেশের বক্স অফিসে হাফ সেঞ্চুরি করেছে পাঠান।

মুক্তির প্রথম পাঁচ দিনে পাঠান সিনেমার হিন্দি ভার্সন থেকে দেশজুড়ে রোজগার হয়েছে ২৭১ কোটি টাকা। বুধবার অর্থাৎ মুক্তির দিন ৫৫ কোটি টাকা, বৃহস্পতিবার ৬৮ কোটি টাকা, শুক্রবার ৩৮ কোটি টাকা, শনিবার ৫১.৫০ কোটি টাকা এবং রবিবার ৫৮.৫০ কোটি টাকা।

হিন্দি ছাড়া তামিল এবং তেলেগু ভাষায় মুক্তির প্রথম ৫ দিনে পাঠান বক্স অফিস থেকে রোজগার করেছে ৯.৭৫ কোটি টাকা। ভারতে পাঠান বক্স অফিসে মোট রোজগার করেছে ২৮০.৭৫ কোটি টাকা। অন্যান্য ভাষা মিলিয়ে ভারতে মোট ৩৩৫ কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো দেশের বাইরেও পাঠান যথেষ্ট রোজগার করতে সক্ষম হয়েছে।

পাঠান সিনেমাটি বিদেশীর মাটি থেকে ২০৭ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। প্রথম পাঁচ দিনে পাঠান সিনেমার গ্রস আয় হল ৫৪২ কোটি টাকা। যশরাজ ফিল্মসের হাত ধরে চার বছর পর এইভাবে বক্স অফিসে সুনামি ডেকে নিয়ে এলো পাঠান।