বয়কট তো দূরের কথা, প্রথম দিনেই পিছনে পড়ল KGF-2, ইতিহাস গড়ল পাঠান

পাঠান (Pathan) ছবি দিয়ে চার বছর পর সিলভার স্ক্রিনে ফিরলেন শাহরুখ খান। আর শুধু ফিরলেনই না, বরং তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন! এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে শাহরুখের প্রত্যাবর্তন সম্পূর্ণরূপে সফল। অন্তত পক্ষে ছবির প্রথম কালেকশন সেই দিকেই ইঙ্গিত করছে। পাঠান (Pathan) মুক্তি পেয়েছে কাল অর্থাৎ বুধবার। আর মুক্তির আগের আগাম বুকিং এবং সকাল থেকেই দেশের কোণে কোণে সিনেমা হলগুলিতে ‘পাঠান’ (Pathan)কে নিয়ে যে উন্মাদনা চোখে পড়েছে তাতে শাহরুখের এই ছবি বলিউডের অন্যতম ব্যবসা সফল সিনেমা হতে চলেছে।

দেশের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটি শহরে এমনকি শহরতলীর সিঙ্গল স্ক্রিনেও রমরমিয়ে চলছে ‘পাঠান’ (Pathan)। বলিউডের বিখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান ইতিমধ্যেই প্রথম দিনের বক্স অফিস কালেকশনে রেকর্ড গড়ে ফেলেছে ‘পাঠান’ (Pathan)। বড়ো শহরের ন্যাশন্যাল মাল্টিপ্লেক্স গুলিতে বুধ বার রাত ৮.১৫ পর্যন্ত পথানের টিকিট বিক্রি হয়েছে ২৫.০৫ কোটি টাকা! এখনও রাতের শোএর হিসাব বাকি। যা দিনের শেষে এই সংখ্যাটি ৩০ কোটি ছোঁবে বলেই আশা করা যাচ্ছে। বুধবার রাত ৮.১৫ পর্যন্ত পাঠানের প্রথম দিনের মাল্টিপ্লেক্স কালেকশন হলো পিভিএর- ১১.৪০ কোটি টাকা, আইনক্স- ৮.৭৫ কোটি টাকা এবং সিনেপলিস- ৪.৯০ কোটি টাকা।

ভারতীয় সিনেমার ইতিহাসে মাল্টিপ্লেক্সে এখনো অবধি প্রথম দিন আয়ের হিসাবে সবার আগে ছিল কেজিএফ চ্যাপ্টার ২ (২২.১৫ কোটি), তারপর ছিল ‘ওয়ার’ (১৯.৬৭) এবং ‘ঠগস অফ হিন্দুস্তান’ (১৮ কোটি)। সেই খানে রাতের শো শুরু হওয়ার আগেই সবাই কে ছাপিয়ে গিয়েছে পাঠান। দিনের শেষে পাঠান সেই অবস্থানকে যে আরও মজবুত করবে টা বলাই বাহুল্য। তাছাড়া ‘পাঠান’ (Pathan)-এর কালেকশনের একটা বড় অংশ আসবে শহরতলীর সিঙ্গল স্ক্রিন থিয়েটার থেকে। অতএব প্রথম দিনের শেষে মোট আয় যে ২৫ কোটির দ্বিগুণ হবে তা আশা করাই যায়।

প্রথম দিন মোট আয়ের নিরিখে এখনও অবধি এক নম্বর জায়গা ধরে রেখেছে যশের ‘কেজিএফ টু’। প্রথম দিন শেষে ‘কেজিএফ টু’ এর মোট আয় ছিল ৫৩.৯৫ কোটি। এখন দেখার বিষয় এটাই যে শাহরুখ খান যশকে টপকাতে পারেন কিনা? তবে গত কয়েক মাস ধরে বিশেষত প্রথম গান মুক্তির পর থেকেই পাঠান (Pathan) যে ভাবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে তাতে এই সাফল্য বেশ আশাতীত। ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই এই ছবির বিরুদ্ধে ‘হিন্দু বিরোধী’ তকমা সাঁটার চেষ্টা চলেছে। দীপিকার গেরুয়া বিকিনির জেরে বয়কট ট্রেন্ড জোরালো হয়েছে। বিতর্ক থামাতে সেন্সর বোর্ডের কাঁচিও চলেছে পুরোদমে। তবে ছবি মুক্তির পর ভক্তদের এই রূপ বাঁধভাঙা উল্লাস বেশ স্বস্তিতে রাখবে শাহরুখকে।

পরপর ফ্লপ ছবির ভারে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছিল শাহরুখের অ্যাক্টিং ক্যারিয়ার। বিশেষত ২০১৮ তে জিরো সিনেমা ফ্লপ হওয়ার পর নিজেকে বেশ খানিকটা গুটিয়ে নিয়েছিলেন তিনি। তবে চার বছর পর ফিরে এসে পাঠান সিনেমার এই সাফল্য শাহরুখকে নতুন ভাবে বলিউডে অক্সিজেন যোগাবে। বিভিন্ন মহল থেকে কথা হচ্ছিল পাঠান শাহরুখের অ্যাক্টিং ক্যারিয়ারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিনেমা হতে যাচ্ছে। যদি এই সিনেমা সাফল্যের মুখ না দেখে তাহলে তার শাহরুখের জন্য অনেক বড় সেট ব্যাক হয়ে দাঁড়াবে। তবে প্রথম দিনের ট্রেন্ড যেদিকে এগোচ্ছে তাতে পাঠান (Pathan) এর পর নিঃসন্দেহে বলিউডে শাহরুখের দ্বিতীয় ইনিংস শুরু হতে চলছে।