পাঠানে কাঁচি, নতুন নির্দেশে কুঁচিকাটা পরিস্থিতি, বাদ যাবে একগুচ্ছ অংশ

প্রায় চার বছর পর পাঠান (Pathan) সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। গত সপ্তাহে মুক্তি পেয়ে গিয়েছে পাঠানের ট্রেলারও। কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাঠানের। ট্রেলার মুক্তি পাওয়ার পর ভিউজ এর ক্ষেত্রে রেকর্ড গড়লেও ছবি সংক্রান্ত কয়েকটি বিষয়ে সংযোজন ও বিয়োজনের নির্দেশ এল দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে। ছবির বেশ কিছু অংশে বদল করতে বলা হয়েছে ছবি প্রযোজনা সংস্থা ‘যশরাজ ফিল্মস’কে।

নতুন নির্দেশিকা অনুযায়ী হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে ছবিতে সাবটাইটেল যোগ করতে হবে। সেই সাথে দৃষ্টিহীন দর্শকদের জন্য হিন্দি অডিও রাখতে হবে। নতুন এই বদল গুলি আনার পর আবারও তা সেন্সর বোর্ডে জমা দিতে হবে পাশ করানোর জন্য। কিন্তু আগামী ২৫ শে জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা শাহরুখ খান দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান (Pathan) ছবিটির

হিন্দি তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেতে চলেছে পাঠান (Pathan)। তবে কি মুক্তির আগেই এই বদল সম্ভব? নাকি হাইকোর্টের এই নির্দেশিকার গেরোয় পড়ে মুক্তির দিনক্ষণ পিছাতে হবে পাঠানের? আপাতত এই নিয়ে বেশ উদ্বিগ্ন দেখা গিয়েছে শাহরুখের অনুরাগীদের।

ওদিকে আদালতের নির্দেশের সময়সীমা দেওয়া হয়েছে আগামী ২০ শে ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর সেন্সর বোর্ডে সিদ্ধান্ত আসার জন্য সময়সীমা রয়েছে ১০ ই মার্চ পর্যন্ত। আদালতের নির্দেশে বলা হয়েছে এই সময়সীমার মধ্যেই পাঠান (Pathan) ছবির নতুন পরিমার্জিত সংস্করণ দর্শকদের সামনে উপস্থিত করতে হবে। তবে আদালতের পক্ষ থেকে আগামী ২৫ শে জানুয়ারি প্রেক্ষাগৃহে পাঠানের মুক্তির ক্ষেত্রে কোন প্রাবন্ধিকতা আনা হয়নি। এই সমস্ত পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন লাগু করা হয়েছে পাঠানের ওটিটি সংস্করণের ক্ষেত্রে।

আদালতের নির্দেশিকায় বলা হয়েছে আগামী এপ্রিল মাসে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে পাঠান (Pathan), আর তার মধ্যেই এই সমস্ত সাবটাইটেল সংযোজন এবং হিন্দি অডিও এডিটিং এর কাজ সেরে ফেলতে হবে প্রযোজক সংস্থাকে। পাঠানের প্রথম গান বেশরম রং মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। গানে দীপিকা পাডুকোন পরিহিত বিকিনির রং গেরুয়া কেন তা নিয়ে উত্তাল হয়ে ওঠে নেট দুনিয়া। শুধু তাই নয় এর সাথে জড়িয়ে যায় রাজনৈতিক তরজাও। অশ্লীলতার দায় এসে পড়ে নির্মাতাদের ঘাড়ে। তবে কিছুদিন আগেই সেন্সর বোর্ড কাঁচি চালিয়েছে এই ছবির বেশ কিছু দৃশ্যে। গানের সংলাপেও বেশকিছু বদল আনা হয়েছে বলে জানা গেছে। তবে বদল আসেনি দীপিকার সেই বিতর্কিত গেরুয়া রংয়ের বিকিনিতে।