পাঠান জ্বরে কাবু দেশ, দু’দিনে যা রোজগার করল বিশ্বাস হবে না

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখের পাঠান। আর ছবিটি মুক্তির দিনই গোটা বিশ্বের প্রায় সাড়ে আট হাজার সিঙ্গল স্ক্রিনে মুক্তি পেয়েছে। সিনেমাটি বহু বিতর্ককে উড়িয়ে দিয়ে একের পর এক নজির গড়ে চলেছে রিলিজ হবার আগে থেকেই। আর প্রথম দিনে শুধু মাত্র দেশেই প্রায় ৫৫ কোটির ব্যবসা করেছে যশরাজ ফিল্মসের ‘পাঠান’।

প্রথম দিনে বাম্পার ওপেনিংয়ের পর, দ্বিতীয় দিনেও ‘পাঠান’ দারুন ব্যবসা করেছে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর ছুটি থাকায় অনেকটা সুবিধা হয়েছে ‘পাঠান’-র।দ্বিতীয় দিনের আয়েও নতুন রেকর্ড গড়েছে এই ছবি। দুই দিনেই ১০০ কোটির অঙ্ক পেরিয়েছে কিং খানের ‘পাঠান’।

বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে, এই ছবির হিন্দি সংস্করণ দ্বিতীয় দিনে ৭০ কোটি টাকা সংগ্রহ করেছে। আর দুই দিনে ‘পাঠান’-র আয় প্রায় ১২৭ কোটিতে পৌঁছেছে। দ্বিতীয় দিনের আয়ের পর ‘পাঠান’,’কেজিএফ ২’-কে হারিয়ে দিয়েছে। দক্ষিণী এই ছবির হিন্দি সংস্করণ দ্বিতীয় দিনে ৪৭ কোটি আয় করেছিল। আর পাঠান সেই অঙ্ক ছাপিয়ে গড়ে তুললো অন্য রেকর্ড।

ছবিটি একইসঙ্গে তামিল-তেলেগু ভাষাতেও মুক্তি পেয়েছে। হিন্দি ভাষায় দুদিনের আয় ১২৫ কোটি টাকা আর সাউথে দুদিনের আয় ১.২২ কোটি টাকা। আর নিজাম, অন্ধ্র এবং মহীশূরেও পাঠান ভালো ব্যবসা করেছে। তবে দেশের বাইরের তুলনায় প্রথম দিনেই প্রায় ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে পাঠান আয়।

দীপিকা-শাহরুখ জুটি এমনিতেই দর্শক ভীষণ পছন্দ করে। তারপর এত কিং খানের কাম ব্যাক সিনেমা। তাই চাহিদা এতটাই বেড়েছে যে শো-এর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে। একইসঙ্গে আর্লি মর্নিং শো থেকে মিড নাইট সব সময়ই নতুন ইতিহাস তৈরি করে চলেছে পাঠান। ছবি মুক্তির মাত্র দুদিনেই এমন সাফল্যে খুশি সকলে। এবার সবমিলিয়ে বক্স অফিসে কোথায় দাঁড়ায় টাকার অঙ্ক, এখন সেটাই দেখার।