কানে ফোন, আনমনে হাঁটছেন, সোজা ঢুকে গেল ম্যানহোলে

নিজস্ব প্রতিবেদন : দুর্ঘটনা নাম এই কারণেই হয়েছে। কারণ এই দুর্ঘটনা কখনো কাউকে বলে কয়ে আসে না। তবে সতর্ক ভাবে চলাফেরা অনেক ক্ষেত্রে দুর্ঘটনাকে এড়ানো যেতে পারে। সে কারণে যতটা সাবধানতা অবলম্বন করা যায় ততটাই করতে হয়।

ঠিক সেইরকমই একটি দুর্ঘটনার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে স্পষ্ট এমন দুর্ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার মাথায় যেমন বিনা মেঘে বজ্রপাতের মত ঘটনা ঘটতে লক্ষ্য করা গিয়েছে, ঠিক তেমনই একই পরিস্থিতি ওই মহিলার পার্শ্ববর্তী এলাকায় থাকা মানুষদেরও। ঠিক কী ঘটেছিল?

ভাইরাল হওয়া এই ভিডিওটি একটি সিসিটিভির। যেখানে লক্ষ্য করা গিয়েছে, রাস্তায় কানে ফোন নিয়ে আনমনে হেঁটে চলেছেন এক মহিলা। এমন সময় কিছু বুঝে ওঠার আগে তিনি হঠাৎ একটি ম্যানহোলের ভিতর ঢুকে যান। কারোর কিছু বুঝে ওঠার আগেই এমন বিপত্তি সকলকে চমকে দিয়েছে।

জানা গিয়েছে, এমন ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা শহরে। সেখানে রাস্তার মাঝে একটি খোলা ম্যানহোল ছিল। সরু রাস্তায় কানে ফোন নিয়ে একটি টোটোর পিছনে হাঁটছিলেন ওই মহিলা। সেই সময় টোটোটি পার হওয়ার পরেই ওই মহিলা ম্যানহোলের ভিতরে ঢুকে যান। ঘটনার পরই তড়িঘড়ি পার্শ্ববর্তী মানুষেরা ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করে। প্রাণ রক্ষা পায় ওই মহিলার।

তবে এই ঘটনার জন্য ওই মহিলার কানে ফোন নিয়ে আনমনে যাওয়াটা যতটা দায়ী, ঠিক ততটাই দায়ী এইভাবে রাস্তার মাঝে ম্যানহোলে ঢাকনা লাগিয়ে না রাখা। কারণ এই ভাবে ঢাকনা লাগানো না থাকলে আরও বড় বিপদ ঘটে যেতে পারে। ভাগ্য ভালো ওই মহিলা অন্যান্য দেশের সহযোগিতায় রক্ষা পান।