২৬/১১ মুম্বাই হামলায় শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি বীরভূমে

নিজস্ব প্রতিবেদন : ২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছিল শিল্প নগরী মুম্বাই। চারদিন ধরে সন্ত্রাসবাদীদের সঙ্গে চলেছিল মুম্বাই পুলিশ, সেনা, এনএসজি-র লড়াই। অবশেষে ধরা পড়েছিল আজমল কাসভ। এই ঘটনায় মৃত্যু মুখে ঢলে পড়েছিল ১৬৬ জন, গুরুতর আহত ৩০০ জন। ১১ বছর আগে সন্ত্রাসবাদীদের গুলিতে যে নিষ্পাপ প্রাণগুলি হারিয়ে গিয়েছিল, তাঁদের আত্মার শান্তি কামনায় এদিন সকালে শ্রদ্ধা জানালো গোটা দেশ।

১১ বছর আগে মুম্বাইয়ের হামলার সেই ক্ষতের দাগ আজও রয়েগেছে। সেদিনের তাজ হোটেলে থাকা মানুষের মৃতদেহ, সাথে ভারতীয় জওয়ানদের আত্মবলিদান দেশের মানুষ কখনো ভুলতে পারবে না। এই মর্মান্তিক দিনটিকে কালা দিবস হিসেবে পালন করে আসে বীরভূমের সাঁইথিয়ার পথ প্রদর্শক নাগরিক মঞ্চ। এদিন তারা সন্ধ্যায় সাঁইথিয়ার ইউনিয়ন বোর্ড মোড়ে একটি শহীদ বেদি করে। তাতে মাল্যদান করেন সংস্থার প্রায় একশো জন সদস্য। এছাড়াও সামিল হল স্থানীয়রা। শহীদ জওয়ান ও নিহতদের প্রতি ১ মিনিট নীরবতা পালন করে মোমবাতি অর্পণ করা হয় তাদের আত্মার শান্তি কামনায়।

পথ প্রদর্শকের পক্ষ থেকে স্বাধীন দত্ত ও অনির্বান সাহা জানান, “মুম্বাই হামলায় শহীদের আত্মবলিদান আমাদের সারাজীবন মনে থাকবে। তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই দিনটিকে ‘কালা দিবস’ হিসাবে পালন করে থাকি।”