খরচ বাড়াচ্ছে Paytm, এই কাজটি করলেই দিতে হবে বাড়তি মাশুল

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের মতো দেশে ডিজিটাল লেনদেন কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এই ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যে সকল মাধ্যম এবং অ্যাপ রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় একটি অ্যাপ হল Paytm। বহু মানুষ এই অ্যাপ ব্যবহার করে থাকেন এবং তাদের প্রয়োজনীয় কাজ এই অ্যাপের মাধ্যমে করেন।

তবে সম্প্রতি জনপ্রিয় এই সংস্থার তরফ থেকে একাধিক ক্ষেত্রে মাশুল বৃদ্ধি করা হয়েছে এবং হচ্ছে। আগেই এই সংস্থার তরফ থেকে নিয়ম জারি করা হয়েছিল ক্রেডিট কার্ড থেকে তাদের ওয়ালেটে টাকা ভরলে বাড়তি খরচ করতে হবে গ্রাহককে। ঠিক সেই রকমই এবার এই সংস্থার তরফ থেকে আরও এক ক্ষেত্রে বাড়তি মাশুল নেওয়ার ঘোষণা করা হলো।

এবার সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তাদের ওয়ালেটে থাকা ব্যালেন্স থেকে যদি কোন গ্রাহক তার ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করেন তাহলে তাকে বাড়তি মাশুল গুনতে হবে। অর্থাৎ ক্রেডিট কার্ড থেকে ওয়ালেটে টাকা ভরার ক্ষেত্রে বাড়তি মাশুলের নিয়ম আগেই চালু ছিল আর এবার ওয়ালেট থেকে বিল পেমেন্টের ক্ষেত্রেও বাড়তি মাশুল জারি হল।

আগে পেটিএম ওয়ালেট থেকে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করার ক্ষেত্রে কোনো বাড়তি খরচ করতে হতো না। তবে নতুন নিয়ম জারি হওয়ার পর সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ১০০০০ টাকার বেশি বিল পেমেন্ট করা হলেই গ্রাহকদের ১.১৮ শতাংশ বাড়তি মাশুল দিতে হবে।

এখন থেকে গ্রাহকদের এই বাড়তি মাশুল দেওয়া থেকে বাঁচার জন্য পেটিএম ওয়ালেট ব্যবহার করলে চলবে না। তবে সংস্থার তরফ থেকে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার জন্য ওয়ালেট ছাড়াও পেটিএম ব্যাংক, ইউপিআই সহ বিভিন্ন বিকল্প রাখা হয়েছে।