করোনা টেস্টের ভয়ে দেদার ছুট, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে একটি রেলস্টেশনে দেদার ছুট দিচ্ছেন যাত্রীরা। কৌতূহলবশত এই ভিডিও দেখার পরেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন ছিল কেন ওই লোকেরা এভাবে দৌঁড়ে পালাচ্ছেন। পরে জানা যায় আসলে তারা করোনা টেস্টের ভয়ে ছুট দিচ্ছেন।

বিশেষজ্ঞরা প্রথম থেকেই নিদান দিচ্ছেন সংক্রমণ ঠেকাতে আরও বেশি করে নমুনা পরীক্ষা করার। আর সেই মতো কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ভ্রমণরত মানুষদের টেস্টের উপর সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে। তবে এরই মাঝে এমন বিরল দৃশ্য দেখা গেল বিহারের বক্সার রেলস্টেশনে।

করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছিলেন, বিহারের প্রতিটি রেলস্টেশনের নমুনা সংগ্রহ করার জন্য কোভিড ক্যাম্প করা হবে। আর সেই ক্যাম্পগুলিতে স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে যাত্রীদের আবেদন করা হচ্ছে পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য। মূলত স্টেশন থেকে বার হওয়ার আগে এই পরীক্ষা করিয়ে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। আর সেই করোনা টেস্ট করানোর ভয়েই দৌঁড়ে পালাচ্ছেন যাত্রীরা। আর এই দৃশ্য দেখে রীতিমতো হতবাক বিশেষজ্ঞরা।

[aaroporuntag]
ঘটনার পরিপ্রেক্ষিতে রেলের একাধিক জানিয়েছেন, চেষ্টা থাকলেও সচেতনতার অভাবে বিহারের বিভিন্ন রেলস্টেশনে প্রায় প্রতিদিনই এমন দৃশ্য ধরা পড়ছে। স্বাস্থ্যকর্মী অথবা কর্তৃপক্ষের আবেদন শুনছেন না যাত্রীরা। অন্যদিকে অভাব রয়েছে পর্যাপ্ত পরিমাণ পুলিশের। অন্যদিকে এটাও জানা যাচ্ছে, যাত্রীদের টেস্ট করানোর বিষয়ে বেশি কথা বলা হলে তারা তর্ক জুড়ে দিচ্ছেন কর্তৃপক্ষের সাথে।