বাড়িতে বসে দেওয়া যাবে ভোট, সুবিধা পাবেন ইনারা, নির্বাচন কমিশনের যুগান্তকারী পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদন : ভোট প্রদান হলো ভারতীয় নাগরিকদের কাছে গণতান্ত্রিক অধিকার। তবে বিভিন্ন কারণে অনেকেই এই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হন। তবে এবার নির্বাচন কমিশনের (Election Commission) তরফ থেকে গণতান্ত্রিক অধিকার প্রদানের ক্ষেত্রে যুগান্তকারী এক পদক্ষেপ নেওয়া হল। সেই যুগান্তকারী পদক্ষেপ হল বাড়িতে বসেই ভোট প্রদানের ব্যবস্থা।

যদিও সবাই বাড়িতে বসে ভোট দিতে পারবেন এমন নয়। যে সকল নাগরিকরা ৮০ বছরের বেশি বয়স্ক এবং শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম তাদের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলতি বছরেই কর্ণাটকে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে। আর সেই বিধানসভা নির্বাচনে এমন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে।

বাড়িতে বসেই যাতে বয়স্ক এবং শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ভোট দিতে পারেন তার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে? মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, বাড়িতে বসে যাতে গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য এই দুই শ্রেণীর ভোটারদের ১২ডি ফর্মটি পূরণ করানো হবে।

স্বচ্ছতা এবং গোপনীয়তা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের কর্মীরা বাড়িতে বাড়িতে যাবেন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার ঠিক পাঁচ দিন পর থেকেই কমিশনের কর্মীরা বাড়ি বাড়ি যাওয়ার কাজ শুরু করে দেবেন। রাজনৈতিক দল এবং প্রার্থীদের এই বিকল্পের জন্য নিবন্ধনকারীদের সম্পর্কে আগাম অবহিত করা হবে বলে জানানো হয়েছে।

এর আগেও বাড়ি বাড়ি গিয়ে এইভাবে ভোট গ্রহণ দেখা গিয়েছে করোনাকালে। এবার কর্নাটকের বিধানসভা নির্বাচনে স্বাভাবিক সময়ও এই প্রক্রিয়ার প্রয়োগ দেখা যাবে। আশা করা হচ্ছে আগামী দিনে দেশের সব জায়গায় এইভাবে বাড়িতে বসে ভোট প্রদানের সুযোগ মিলবে ৮০ বছরের বেশি বয়স্ক এবং শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষমদের।