পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজের স্ত্রী ও সন্তানের সংখ্যা শুনলে ভীমরি খাবেন

নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ নিয়ে দীর্ঘ বছর ধরেই লক্ষ্য করা যায় টানাপোড়েন। কয়েক দশকে কোন প্রধানমন্ত্রী দীর্ঘ পাঁচ বছর এই প্রধানমন্ত্রী পদ ধরে রাখতে পারেননি। সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়েছে ইমরান খানের ক্ষেত্রেও। শনিবার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন।

প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরেই সোমবার ওই দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় শাহবাজ শরিফকে। নামাজ শরীফের ভাই শাহবাজ শরিফ পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হলেন। দিন কয়েকের টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল হয়ে পড়েছি। তবে আমরা কি জানি পাকিস্তানের এই নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কে?

শাহবাজ শরীফের দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তিনি তিনবার পাক অধিকৃত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। পাকিস্তান মুসলিম লীগের সর্বেসর্বা নেওয়াজ শরীফ এর আগে কোনদিন তার ভাই শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সুপারিশ না করলেও এই রাজনৈতিক দল এবার তাকেই প্রধানমন্ত্রী পদে বসান। ৭০ বছর বয়সী পাকিস্তানের এই প্রধানমন্ত্রীর যেমন প্রশাসনিক দক্ষতা রয়েছে ঠিক তেমনই তার ব্যক্তিগত জীবনেও রোমাঞ্চকর।

নাওয়াজ শরীফ এবং শাহবাজ শরীফ দুজনেরই ভারতের সঙ্গে যোগাযোগ গভীর। কারণ দুজনের ব্যবসায়ী বাবা-মা কাশ্মীরের বাসিন্দা। বাবা ছিলেন অনন্তনাগের বাসিন্দা এবং মা ছিলেন পুলওয়ামার বাসিন্দা। দেশভাগের পর এই পরিবার চলে যান লাহোর।

৭০ বছর বয়সী শাহবাজ শরীফের রয়েছেন পাঁচ বার বিয়ে। বর্তমানে তার দুই স্ত্রী একসঙ্গে থাকেন। এই দুই স্ত্রী হলেন নুসরত ও তেহমিনা দুরানি। তবে এর আগের তিন স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। বিবাহ বিচ্ছেদ হওয়া তিন স্ত্রী হলেন আলিয়া হানি, নিলোফার খোসা ও কুলসুম হায়ের। এর পাশাপাশি শাহবাজের রয়েছেন ছয় ছেলে মেয়ে। যাদের মধ্যে হলেন দুজন ছেলে এবং চারজন মেয়ে। বড় ছেলে পাঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা এবং ছোট ছেলে পারিবারিক ব্যবসা সামলান। তবে ছোট ছেলের বিরুদ্ধে পাকিস্তান আদালতে আর্থিক তছরূপ সহ একাধিক মামলা চলার কারণে তিনি এখন ইংল্যান্ডের বাসিন্দা।